করোনা নিয়ে বাড়ছে উদ্বেগ, বেলুড় মঠে বন্ধ সন্ধ্যা আরতি এবং ভোগ বিতরণ

Advertisement

Advertisement

রীতিমতো করোনা নিয়ে বাড়ছে উদ্বেগ, তটস্থ সরকার। সারা বিশ্বে বর্তমানে একটিই আতঙ্কের বিষয় নোভেল করোনা ভাইরাস। যার কবলে প্রায় ১.৩ লক্ষেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৫,৭০০ এরও বেশি মানুষের। ভারতেও বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। তিরুপতি মন্দিরে প্রবেশ পথ বন্ধ, অনির্দিষ্টকালের জন্য জারি হয়েছে নিষেধাজ্ঞা। বেলুড় মঠে আপাতত বন্ধ রাখা হয়েছে অতিথি নিবাস। এছাড়া মহারাষ্ট্রে ৩১ জন, কেরালায় ২২ জন এবং উত্তর প্রদেশে ১১ জনের শরীরে মিলেছে কোভিড-১৯। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলিকে আলোচনার জন্য ভিডিও কনফারেন্সের আহ্বান জানিয়েছেন, সাড়া মিলেছে পাকিস্তানেরও।

Advertisement

এমন সংকটজনক পরিস্থিতিতে ভারতেও ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। যা গত কয়েকদিন ৮০ এর ঘরে ছিল, সেই সংখ্যাটা এখন বেড়ে দাঁড়িয়েছে ১০৭। এদিন এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এমন পরিস্থিতি বন্ধ রয়েছে সকল জমায়েত স্থান। মন্দির মসজিদ আপাতত জনসমাগম নিষিদ্ধ করছে কতৃপক্ষ। এবার বেলুড় মঠ কতৃপক্ষের তরফেও জানান হয়েছে, একাধিক বিধি মেনে তবেই প্রবেশ করতে দেওয়া হবে মঠে। দর্শনার্থীদের জন্য সম্পুর্ন ভাবে বন্ধ নয় বেলুড় মঠ। জমায়েত অথবা সন্ধ্যারতি দেখা যাবে না। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত জারি হয়েছে এই নিষেধাজ্ঞা।

Advertisement

আরও পড়ুন : করোনা মোকাবিলায় আপদকালীন তহবিলে ১ কোটি ডলার দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর

Advertisement

কতৃপক্ষ জানিয়েছে, শুধু মঠের সন্ন্যাসীরাই আরতি প্রক্রিয়া চালু রাখবেন। সপ্তাহ শেষে দীক্ষা দানের কর্মসূচিও বাতিল হয়েছে। বন্ধ রাখা হয়েছে গেস্ট হাউস। দুপুরের ভোগও বিতরণ হবে না বলে জানানো হয়েছে মঠ কতৃপক্ষের তরফে।

Tags: Kolkata