Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কয়লাকাণ্ডে নয়া মোড়! বিনয় মিশ্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, জোর ধাকা খেল রাজ্য

কলকাতা: বিনয় মিশ্রর (Binay Mishra) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কয়লাকাণ্ডে বড় ধাক্কা রাজ্যের! কয়লাকাণ্ডে নিয়ে রাজ্যে চলছে দীর্ঘ সময়ের টালবাহানা। কয়লা চক্রের মাফিয়াদের ধরতে রাজ্যে তদন্তে এসেছিল CBI।…

Avatar

কলকাতা: বিনয় মিশ্রর (Binay Mishra) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কয়লাকাণ্ডে বড় ধাক্কা রাজ্যের! কয়লাকাণ্ডে নিয়ে রাজ্যে চলছে দীর্ঘ সময়ের টালবাহানা। কয়লা চক্রের মাফিয়াদের ধরতে রাজ্যে তদন্তে এসেছিল CBI। দফায়দফায় জেরা আর তদন্তে রাজ্য জুড়ে রীতিমত তোলপাড় ফেলে দিয়েছে তাঁরা। ইতিমধ্যে অনুপ মঝি (Anup Majhi) ওরফে লালার নামে fir দায়েরও করেছিল CBI। কিন্তু তার প্রেক্ষিতে কোর্টে CBI কে চ্যালেঞ্জ জানিয়েছিলেন লালা।

রাজ্যে রেল এবং তত সংলঙ্গ এলাকার তদন্তে CBI হস্তক্ষেপ করতে পারেনা এই মর্মে পিটিশনও দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। বেশ দীর্ঘ শুনানির পর আদালত CBI এর বিরুদ্ধে লালার দায়ের করা মামলা খারিজ করে দেয়। কয়লাকাণ্ডে অভিযুক্ত লালাকে নিয়ে লম্বা টানাপোড়ন চলছে রাজ্যে। লালার পক্ষে কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানিয়েছিলেন রেল এবং তৎ সংলগ্ন এলাকায় তল্লাশি চালাতে গেলে অনুমতি নিতে হবে রাজ্য সরকারের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এতদিন ধরে সেই নিয়েই শুনানি চলছিল। এতদিন হাইকোর্ট রায় দিয়েছিল রাজ্য এবং কেন্দ্রীয় তদন্ত বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে, কিন্তু তাতে রাজি হয়নি CBI। গত কয়েকদিনে কয়লা এবং গরু পাচার কাণ্ডে জোরদার তদন্ত চলছে রাজ্য জুড়ে। ইতিমধ্যে বিনয় মিশ্র কে জেরা এবং তল্লাশি চলেছে তার বাড়িতে। আজ সকালেই তার চেতালার বাড়িতে হানা দেয় গোয়েন্দারা। পাশাপাশি, বিনয় মিশ্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিবিআই।

তারই মধ্যে আদালত খারিজ করল লালার আবেদন। CBI কে বড়সড় স্বস্তি দিল হাইকোর্ট। এবার রাজ্যের যে কোনও জায়গায় কয়লাকাণ্ড নিয়ে তদন্ত চালাতে গেলে রাজ্যের অনুমতি লাগবে না CBI-এর। ২৩ মার্চের মধ্যে সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। ২৭ তারিখ মামলার পরবর্তী শুনানি।

About Author