Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘প্রধানমন্ত্রীর চিন্তাধারার ব্যাপারে নাক গলাবো না’, মোদীর মোমবাতি জ্বালানোর প্রসঙ্গে মমতার মন্তব্য

শুক্রবার সকাল ৯টায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৫ এপ্রিল দেশবাসীর কাছে ৯ মিনিট সময় চেয়ে নেন। দেশবাসীকে সেদিন ঠিক রাত ৯টায়বাড়ির সমস্ত এল নিভিয়ে বাড়ির সামনে বা…

Avatar

শুক্রবার সকাল ৯টায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৫ এপ্রিল দেশবাসীর কাছে ৯ মিনিট সময় চেয়ে নেন। দেশবাসীকে সেদিন ঠিক রাত ৯টায়বাড়ির সমস্ত এল নিভিয়ে বাড়ির সামনে বা বারান্দায় এসে প্রদীপ, মোমবাতি, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতে বলেন। সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “দয়া করে রাজনৈতিক লড়াই শুরু করবেন না। আপনাদের বাতি জ্বালাতে বলেছেন। আপনারা মানবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। তবে এই নিয়ে রাজনীতি করবেন না। এটা রাজনীতি করার সময় না। “

তিনি এর পাশাপাশি এটাও বলেন, প্রধানমন্ত্রীর চিন্তাধারার ব্যাপারে তিনি নাক গলাবেন না। তিনি এই প্রসঙ্গত এড়িয়ে যাবার চেষ্টা করলেন। আজ নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে এই প্রশ্ন করা হয়। তখন তিনি এই মন্তব্য করেছেন। তবে মোদীর আজকের এই আবেদন নিয়ে কেউ সাধুবাদ জানিয়েছেন, কেউ আবার সমালোচনা করেছেন। বিরোধীরা এই আবেদনকে সমালোচনাই করেছেন। তাদের একাংশের অভিযোগ প্রধানমন্ত্রীর এইসব দিশাহীন বার্তা না দিয়ে উচিত সঠিক পথ দেখানো।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, আজ লকডাউনের দশম দিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩০১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩৬ জন। মৃত্যু হয়েছে মোট ৫৬ জনের। তবে এর পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫৭ জন।

About Author