প্রবল বৃষ্টিতে ভাসছে বাংলা, স্থগিত মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর

আবহাওয়া অত্যন্ত খারাপ থাকার কারণে মুখ্যমন্ত্রী নিজের উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন, জানিয়ে দিলেন গৌতম দেব

Advertisement

Advertisement

আবহাওয়া খারাপ, সেই কারণে এবারের নিজের উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই লাগাতার বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা শহরতলি এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা। একাধিক জেলায় জল থইথই অবস্থা। সম্পূর্ণ পরিস্থিতির ওপরে খেয়াল করে এবারে উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখযোগ্য, মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় বার শপথ গ্রহণের পরে এটাই হত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম উত্তরবঙ্গ সফর।

Advertisement

আগামী ২১ জুন তার উত্তরবঙ্গ যাওয়ার কথা ছিল। কিন্তু উত্তরবঙ্গে অতিবৃষ্টির কারণে বর্তমানে আবহাওয়া অত্যন্ত খারাপ অবস্থায়। এই বিমানে করে যাওয়া এই মুহূর্তে সমস্যাজনক হতে পারে। তার সঙ্গে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা বর্তমানে জলমগ্ন হয়ে রয়েছে। তাই এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ সফর মমতার জন্য একটু সমস্যাজনক হতে পারে। শিলিগুড়ি থেকে তৃণমূল নেতা গৌতম দেব জানিয়েছেন, অতিবৃষ্টির কারণে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর বাতিল করে দেওয়া হয়েছে।

Advertisement

এছাড়াও যশ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে। যশের পরে আবার এখন ভরা কোটাল এর সম্ভাবনা রয়েছে তাই এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি তৃণমূল কমিটি। তবে এবারের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর ছিল। লোকসভা ভোটে তো বটেই, এবারে বিধানসভা ভোটে তৃণমূল উত্তরবঙ্গে বেশ কিছুটা বেগ পেয়েছে। একাধিক আসন খুইয়েছে তৃণমূল কংগ্রেস।

Advertisement

তাই কেন এরকম ফলাফল হল সেই নিয়ে কাটাছেঁড়া করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে বৈঠক করতেন এই বৈঠকে। পাশাপাশি বিধানসভা নির্বাচনে বেশ কিছু আসন হারানোর পরে খানিকটা মুষড়ে পড়েছে উত্তরবঙ্গের তৃণমূল কর্মীরা। তাই তাদের চাঙ্গা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল মমতার কাছে। হারের পর্যালোচনা এবং তা নিয়ে সাংগঠনিক বৈঠকের কথা ছিল মুখ্যমন্ত্রীর। এই সফর হলে নিজের রাজ্য ছেড়ে আসতে হতো আধিকারিকদের। কিন্তু বৃষ্টির জেরে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে, তাই ত্রাণ এবং উদ্ধারকাজে যেতে দেরি না হয় এই কারণে উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Recent Posts