Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চিনের পুরোনো দাবিতে ফের অশান্তির আভাস পাচ্ছে ভারত

প্রতিদিনই এক একটা নতুন বিষয় নিয়ে চিন এবং ভারতের মধ্যে বিবাদ প্রকট হচ্ছে। ১৯৫৯-এর দাবির ভিত্তিতে চিন নতুন করে যে প্রকৃত নিয়ন্ত্রণরেখার সংজ্ঞা চাইছে তা নিয়ে আবারো নতুন করে সমস্যার…

Avatar

প্রতিদিনই এক একটা নতুন বিষয় নিয়ে চিন এবং ভারতের মধ্যে বিবাদ প্রকট হচ্ছে। ১৯৫৯-এর দাবির ভিত্তিতে চিন নতুন করে যে প্রকৃত নিয়ন্ত্রণরেখার সংজ্ঞা চাইছে তা নিয়ে আবারো নতুন করে সমস্যার দিক দেখতে পাচ্ছে ভারত। পশ্চিম ফ্রন্টে আরও যে ছয়টি জায়গা নিয়ে ইন্দো-চিন বিরোধ রয়েছে, সেই জায়গা হাতানোর ইঙ্গিত দিয়েছে চিন।

২০০২ সালের ১৭ জুন ভারত এবং চিনের মধ্যে ওয়েস্টার্ন সেক্টরের ম্যাপ বিনিময় হওয়ার কথা ছিল কিন্তু তা শেষমেশ হয়ে ওঠেনি। সমর লুংপা, ডেমচক এবং চুমার-সহ বাকি ছ’টি পয়েন্ট হাতানোর কোন চেষ্টা ছাড়ছে না চিন, তাই ভারতকেও কড়া নজর রাখতে বলা হয়েছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, কিছুদিন আগেই প্যাঙ্গন লেকের চারপাশে ভারতীয় সেনা জওয়ানদের কড়া পাহারা থাকার কারণে ভারতীয় ভূখণ্ডে ঢুকতে ব্যর্থ হয় চিন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরপরেই ভারতীয় সেনার তাড়া খেয়ে নিজেদের অংশে ফিরে যেতে বাধ্য হয় চিনা সেনারা। মে মাস থেকে দখল করে রাখা ফিংগার-ফোরে মঙ্গলবার প্রবেশ করে চিনা সেনারা। এরপর মোটর বোটে চেপে ভারতীয় ভূখণ্ডের ভেতর প্রবেশ করার সাথে সাথেই তাদের তাড়া করে ভারতীয় সেনারা আর এই ঘটনার পরেই পাত তারি গুটিয়ে নিজেদের এড়িয়ায় পাড়ি দেয় চিন সেনারা।

আর এই নিয়ে এখন দু দেশের মধ্যে বিবাদ চরমে। প্যাংগংয়ের উত্তরের এলাকা মোট ৮টি জায়গা রয়েছে সেখানে ফিঙ্গার ৮ পর্যন্ত এতদিন টহল দিত ভারত। আর এখন ফিঙ্গার ফাইভ পর্যন্ত এগিয়ে এসে ভারতীয় বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করেছে চিন। সেপ্টেম্বরের প্রথম দিকে প্যাংগং লেকের উত্তরে ভারত চিন দুপক্ষই ১০০-২০০ রাউন্ড ওয়ার্নিং শর্ট ছুড়েছিল।

About Author