১৮ বছরের ঊর্ধ্বে সকলকে ফ্রি ভ্যাকসিন, ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর

অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন যে সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকাকরণ হবে

Advertisement

Advertisement

করোনা ভাইরাস প্যানডেমিক জাঁকিয়ে বসেছে ভারতবর্ষের বুকে। দ্বিতীয় ঢেউতে রীতিমত দিশেহারা হয়ে পড়েছে গোটা দেশবাসী। সংক্রমনের দৈনিক গ্রাফের গগনচুম্বী রূপ বুঝিয়ে দিচ্ছে ভারতের পরিস্থিতি কতটা ভয়াবহ। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লাখের গণ্ডি ছাড়িয়ে গেছে। দেশের রাজধানী দিল্লিতে দৈনিক ২৫ হাজারের কাছাকাছি সংক্রমণ হচ্ছে। মৃত্যুহার এতটাই বেড়ে গেছে যে ঘন্টায় গড়ে ১২ জনের মৃত্যু হচ্ছে। হাসপাতালের বেড পাওয়া যাচ্ছে না এবং অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে করোনা রোগীর। এই পরিস্থিতিতে আজ অর্থাৎ সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতেও ১৮ বছর ঊর্ধ্বের সবাইকে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার ঘোষণা করলেন।

Advertisement

আজ অর্থাৎ সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভার্চুয়াল মাধ্যমে একটি সাংবাদিক বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। তিনি সেই সাংবাদিক বৈঠক থেকে বলেছেন, “দিল্লি সরকার ১৮ বছরের উর্ধ্বে সবাইকে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ ১ কোটি ৩৪ লাখ টিকা কেনার ছাড়পত্র পেয়েছি আমরা। টিকা কেনা হলেই যত দ্রুত সম্ভব সেগুলো আমরা সকলকে দেওয়ার চেষ্টা করব।” তবে সেই সাথে তিনি জানিয়েছেন যে এই বিনামূল্যে টিকা শুধুমাত্র সরকারি হাসপাতালে পাওয়া যাবে। বেসরকারি হাসপাতালে কিনতে গেলে টাকা দিয়ে কিনতে হবে।

Advertisement

এছাড়াও এদিন সাংবাদিক বৈঠক থেকে কেজরিওয়াল টিকা প্রস্তুতকারী সংস্থাগুলিকে তাদের দাম কমানোর জন্য কাতর অনুরোধ জানিয়েছেন। তিনি সংস্থাগুলিকে কেন্দ্রের মতই টিকার প্রতি ডোজ ১৫০ টাকা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, “লাভ ঘরে তোলার জন্য সারা জীবন পড়ে আছে। করোনা এখন সব উজার করে দিচ্ছে। এখন দাম বাড়ানো ঠিক হচ্ছে না।” এছাড়াও তিনি কেন্দ্রের কাছে টিকার দাম নির্দিষ্ট করার জন্য অনুরোধ জানিয়েছেন। আসলে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকা কেনার ক্ষেত্রে কেন্দ্র সরকারকে প্রতি ডোজে ১৫০ টাকা দিতে হলো রাজ্য সরকারগুলিকে অনেক বেশি দামে কিনতে হচ্ছে। তাই কেজরিওয়াল দাম সমান করার অনুরোধ জানিয়েছেন।

Advertisement

Recent Posts