Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Covishield এর বুকিং-এ বড় পরিবর্তন! জানুন কি বলছে কেন্দ্র

By
Updated :  Tuesday, May 18, 2021 10:18 AM

সম্প্রতি Covishield ভ্যাকসিনের ২য় ডোজের ক্ষেত্রে নতুন নিয়ম ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেখানে জানানো হয়েছে যে প্রথম দোজের ১২-১৬ সপ্তাহ পরে পাওয়া যাবে ২য় ডোজ। তবে সম্প্রতি প্রকাশিত আর এক নির্দেশিকায় কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত মানুষ যারা ইতিমধ্যেই ২য় ডোজের জন্য বুকিং করেছেন তাদের ২য় ডোজ দেওয়া হবে। তাতে কোনও ধরনের বাধা নেই।

বলা বাহুল্য, এর আগে দুটি ডোজের মধ্যে রাখা হয়েছিল ২৮ দিনের ব্যবধান। কিন্তু পরে দুটি ডোজের মাঝের ব্যবধান বাড়ানো হয়েছিল সরকারের পক্ষ থেকে। তখন জানানো হয়েছিল যে ৬ থেকে ৮ সপ্তাহের ব্যবধানে নেওয়া যাবে ২য় ডোজ। কিন্তু এইবার নতুন নিয়মে জানানো হয়েছে যে প্রথম এবং ২য় ডোজের মাঝে প্রয়োজন ১২ থেকে ১৬ সপ্তাহের ব্যবধান। আরও জানানো হয়েছে যে বর্তমানে কেউ যদি CoWin পোর্টালে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে যাবেন তাদের ক্ষেত্রে প্রথম ডোজের ৮৪ দিনের আগে বুক করা সম্ভব হবেনা।

সম্প্রতি রিপোর্ট হতে জানা গিয়েছিল যে, ৮৪ দিনের আগে ভ্যাকসিন নিতে যাওয়া সমস্ত ব্যক্তিদের ভ্যাকসিনেশন সেন্টার হতে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। এই বিষয়ে কেন্দ্র হতে জানানো হয়েছে যে, ইতিমধ্যেই যারা ২য় ডোজ বুক করেছেন তাদের ফিরিয়ে দেওয়া যাবেনা। তবে এর পর থেকে যারা রেজিস্টার করবেন তাদের ক্ষেত্রে মানা হবে ১২ থেকে ১৪ সপ্তাহের ব্যবধান। তবে এই ক্ষেত্রে গ্রাহক ফাঁকা স্লটের অ্যালার্ট পেতে ব্যবহার করতে পারেন Telegram অ্যাপও।