সাম্প্রতিক ভাইরাল হওয়া এই ঝলকে কণিকা চৌধুরীকে দেখা গিয়েছে। তিনি নেটদুনিয়ার অন্যতম জনপ্রিয় একজন ডিজিটাল ক্রিয়েটর। প্রায়ই একাধিক ট্রেন্ডিং গানের তালে তাল মিলিয়ে থাকেন তিনি। তবে এদিন বলিউডের অন্যতম জনপ্রিয় আইটেম নম্বরের তালে তাল মিলিয়েই একাংশের নজর কেড়েছেন। এদিন কণিকাকে নিজের বাড়ির ছাদেই মানানসই লাল শাড়িতে দেখা গিয়েছিল। খোলা চুলে, মানানসই কানের দুলে, মিষ্টি হাসি বজায় রেখেছিলেন ঠোঁটে। আবারো নিজের হাসির সূত্র ধরেই ঘায়েল করেছেন নেটনাগরিকদের একাংশকে। অবশ্য সেকথা কমেন্টবক্সে নজর রাখলে স্পষ্ট হবে। এদিন কণিকা ‘ছাম্মা ছাম্মা’র তালেই একাংশের নজর কেড়ে নিয়েছিলেন মনোরঞ্জন করেছিলেন অনেকের। আপাতত, নিজের এই সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকের সূত্র ধরেই চর্চায় কণিকা চৌধুরী।
‘Chamma Chamma’, বলিউডের আইটেম নম্বরে দুর্দান্ত নজরকাড়া নাচ এই সুন্দরীর – VIRAL VIDEO
বর্তমানে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে বিনোদনের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। নিজেদের অবসরের বেশিরভাগ সময়টাই ছোট বড় নির্বিশেষে কাটিয়ে থাকেন এই সোশ্যাল মিডিয়ার পাতাতেই। সোশ্যাল মিডিয়াও তার নেটজনতাকে নিরাশ…

আরও পড়ুন