শীতলকুচির পর এবার দেগঙ্গা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পুনরায় অভিযোগ গুলি চালানোর

মিডিয়া মনিটরিংয়ের মাধ্যমে খবর জানতে পেরে তৎক্ষনাৎ পুরো ঘটনার ভিডিও ফুটেজ দাবি করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন

Advertisement

Advertisement

চতুর্থ দফায় কোচবিহারের শীতলকুচি তে ওপেন ফায়ারিং-এর পর বিতর্কে জড়িয়ে ছিল কেন্দ্রীয় বাহিনী। সেই রেশ কাটতে না কাটতেই পঞ্চম দফায় আবারো গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। তবে এবারের গুলি কারো শরীর লক্ষ্য করে নয় বরং শূন্যে গুলি চালানো হয়েছে বলে জানিয়েছে গ্রামবাসীরা। তবে ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই বলেই জানা যাচ্ছে।

Advertisement

দেগঙ্গা বিধানসভার চাকলা পঞ্চায়েতের কুরুল গাছা গ্রামে ২১৪ এবং ২১৫ নম্বর বুথে গুলি চালানোর অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। মিডিয়া মনিটরিং এর মাধ্যমে জানতে পারার পরে রিপোর্ট তলব করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এই পুরো ঘটনার ভিডিও ফুটেজ চেয়ে পাঠিয়েছে তারা। ফলে, চতুর্থ দফার পরে পঞ্চম দফায় আবারো কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগের পর উত্তেজনা গোটা দেগঙ্গা এলাকায়। এছাড়াও দেগঙ্গায় ৮১ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের মারধর করার অভিযোগ উঠেছে, যা নিয়ে চরম অস্বস্তিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

Advertisement

মধ্যমগ্রাম দিগবেরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পরে বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোট প্রভাবিত করার অভিযোগ তুলেছেন। দেগঙ্গার ঘটনা তাতে আরো ইন্ধন জোগালো বলেই রাজনৈতিক মহলের মতামত। এছাড়াও কাকলি ঘোষ দস্তিদার মহিলাদের গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ফলে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একেরপর এক অভিযোগ ওঠায় বিতর্ক রাজনৈতিক মহলে।

Advertisement