Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কেন্দ্রীয় কর্মচারীদের সকাল ৯ টা থেকে ৭ টা পর্যন্ত কাজের নির্দেশ গুজব, জানাল কেন্দ্র

কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য অফিসের কাজের সময় প্রতিদিন ১০ ঘন্টা করা হবে। তাদের সকাল ৯ টা থেকে অফিসে সন্ধ্যা ৭ টা পর্যন্ত কাজ করতে হবে। এমনই একটি প্রতিবেদনের সত্যতা অস্বীকার…

Avatar

কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য অফিসের কাজের সময় প্রতিদিন ১০ ঘন্টা করা হবে। তাদের সকাল ৯ টা থেকে অফিসে সন্ধ্যা ৭ টা পর্যন্ত কাজ করতে হবে। এমনই একটি প্রতিবেদনের সত্যতা অস্বীকার করলো কেন্দ্র। সরকারের আনুষ্ঠানিক ফ্যাক্ট-চেকার, পিআইবি ফ্যাক্ট চেক, আজ বলেন যে, প্রতিবেদনে যা দাবি করা হয়েছে তা অসত্য। কেন্দ্রীয় সরকার এ জাতীয় কোনও সিদ্ধান্ত নেয়নি। এমনকি এ জাতীয় কোনও প্রস্তাব বিবেচনাও করছে না বলেও জানান তিনি।

প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত কাজ করতে হবে এবং শনিবার অফিস বাতিল করা হবে। এতে আরও বলা হয়েছিল যে, কাজের সময় বাড়ানো হবে। গত সপ্তাহে এমনই একটি প্রতিবেদনে ভুয়ো দাবি করা হয়েছে বলে অভিযোগ। কেন্দ্রীয় সরকারের কর্মীদের এলটিএ, ছুটি এনক্যাশমেন্ট, মেডিকেল ইত্যাদির মতো ভাতা কাটানোর কোনও পরিকল্পনা বিবেচনাধীন থাকার বিষয়টিও অস্বীকার করেছে সরকার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কেন্দ্রীয় সরকার সম্প্রতি তার কর্মচারী এবং পেনশনারদের জন্য ডিএ এবং মহামারী ত্রাণ বৃদ্ধিকে স্থগিত করেছে। তবে, বর্তমান হারে কর্মীরা ডিএ পেতে থাকবে বলে জানিয়েছে কেন্দ্র। দেশব্যাপী করোনা ভাইরাস জনিত লকডাউনের মধ্যে বেশ কয়েকটি ভুয়ো রিপোর্ট প্রকাশ পেয়েছে। সুতরাং তথ্যের সত্যতা যাচাই করার পরই খবর পরিবেশনের পরামর্শ দিয়েছে সরকার। কেন্দ্রীয় সরকার কর্মচারীদের বেতন বিধি সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারেই কার্যকর করা হবে বলে জানা গেছে।

About Author