নিউজ

কেন্দ্রীয় সরকারের বড়সড় সিদ্ধান্ত, সারা দেশে রেশনের জন্য চালু হচ্ছে এই নতুন নিয়ম

রেশন দোকানে ইলেকট্রনিক স্কেলগুলির সাথে ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল ডিভাইস যুক্ত করা হবে

Advertisement

Advertisement

কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। তবে বিনামূল্যে রেশন দেওয়ার সময়সীমা প্রায় শেষ হতে চলেছিল। এর মধ্যেই জানা গিয়েছে কেন্দ্রীয় সরকার হয়তো বিনামূল্যে রেশন দেওয়ার সময়সীমা আরো বাড়াতে পারে। সেইসাথে গ্রাহকদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে নতুন নিয়ম চালু করেছে যার জন্য আর রেশন দোকান থেকে আর কোনো অবস্থাতেই কম রেশন দিতে পারবে না।

Advertisement

কেন্দ্রীয় সরকার সমস্ত দোকানে অনলাইন ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল (পিওএস) ডিভাইসগুলি বাধ্যতামূলক করেছে। সরকারের এই সিদ্ধান্তে এখন কোনো সুবিধাভোগী আর কম রেশন পাবেন না। আসলে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে, কেন্দ্রীয় সরকার রেশনের দোকানগুলিতে ইলেকট্রনিক স্কেলগুলির সাথে ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল (ইপিওএস) ডিভাইসগুলিকে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে যাতে সুবিধাভোগীরা সঠিক পরিমাণ খাদ্যশস্য পাবেন। জানিয়ে রাখি, অনেক আগেই ইলেকট্রনিক স্কেল ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছিল।

Advertisement

সরকারের দেওয়া তথ্য অনুসারে, এই সংশোধনীটি NFSA-এর অধীনে টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (TPDS) এর কাজে স্বচ্ছতা আনবে। এই আইনের ১২ ধারার অধীনে খাদ্যশস্যের ওজন সংস্কারের প্রক্রিয়াকে আরও এগিয়ে নেওয়ার একটি প্রচেষ্টা। দীর্ঘদিনের ওজন সংক্রান্ত সমস্যা থেকে নিস্তার পাওয়া যাবে এই নিয়মের পর থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের (এনএফএসএ) অধীনে, সরকার প্রতি মাসে প্রতি মাসে পাঁচ কেজি গম এবং চাল দিচ্ছে। সরকার দেশের প্রায় ৮০ কোটি মানুষকে যথাক্রমে প্রতি কেজি ২-৩ টাকা ভর্তুকি হারে খাদ্যশস্য সরবরাহ করছে।

Advertisement