Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পরিযায়ী শ্রমিকদের ট্রেনে টিকিট কাটার নয়া নির্দেশিকা জারি, দেখে নিন নির্দেশিকা

লকডাউনে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল রেল মন্ত্রককে। সেই মতো রেলের তরফে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেন চালানোর কথা জানানো হয়েছে। তবে এই ট্রেনের বিষয়ে…

Avatar

লকডাউনে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল রেল মন্ত্রককে। সেই মতো রেলের তরফে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেন চালানোর কথা জানানো হয়েছে। তবে এই ট্রেনের বিষয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে রেল। রেলের তরফে টিকিট দেওয়া নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। টিকিট দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম করেছে রেল। সেই নিয়মের বাইরে টিকিট দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

শ্রমিক স্পেশাল এই ট্রেনের জন্য বিশেষ টিকিট দেবে রেল। এই টিকিটে যাত্রা শুরু এবং শেষের স্টেশনের নাম থাকবে। স্থানীয় সরকার নিজেদের দায়িত্বে টিকিট শ্রমিকদের হাতে পৌঁছে দিয়ে তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করবে। এরপর সেই সংগৃহিত টাকা রেলের হাতে তুলে দেওয়া হবে। কতজন শ্রমিক যাবে তার হিসেব রেলকে জানাতে হবে, সেই অনুযায়ী রেলের তরফে ট্রেনের ব্যবস্থা করা হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শ্রমিক স্পেশাল এই ট্রেন শুধুমাত্র শুরু এবং শেষের স্টেশনেই থামবে। মাঝে কোথাও থামবে না এই ট্রেন। ট্রেনে ওঠার আগে যাত্রীদের শারীরিক পরীক্ষা হবে, করোনা থাকলে তাদের ট্রেনে চড়তে দেওয়া হবেনা। যারা সম্পূর্ণ সুস্থ কেবলমাত্র তাদেরকেই নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। যাত্রীদের আরোগ্য সেতু মোবাইল অ্যাপ ইন্সটল করার অনুরোধ করা হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারের তরফে।

একটি ট্রেনে সর্বাধিক ১২০০ জন শ্রমিক চড়তে পারবেন। রাজ্য সরকারের তরফে বিশেষ বাসের ব্যবস্থা করা হবে যাতে করে শ্রমিকরা স্টেশনে আসতে পারবে। যে রাজ্য থেকে ট্রেন ছাড়া হবে সেই রাজ্যের দায়িত্বেই থাকবে শ্রমিকদের খাবার ও জল দেওয়ার বিষয়টি। ১২ ঘন্টার জার্নিতে একটি করে ফুড প্যাকেট দেওয়া হবে বলে জানানো হয়েছে।

About Author