Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনা মোকাবিলায় বাংলাকে প্রায় ৪২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের

Updated :  Wednesday, July 8, 2020 8:34 PM

করোনা মোকাবিলায় বাংলার জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৪২ লক্ষ টাকা। দেশের মোট ১৪ রাজ্যের জন্য ৬.১৯৫.০৮ কোটি টাকা সাহায্য ঘোষণা করেছে কেন্দ্র। এদিন দেশের অর্থনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন একটাই লক্ষ্য দেশের অর্থনীতিকে চাঙ্গা করা। আর তারই জন্য আজকে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন টুইট করে বলেন যে করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্যই এই অর্থ দেওয়া হয়েছে। এই অর্থ রাজ্যগুলির জন্য সহায়ক হবে। এই আর্থিক সাহায্য পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশে করা হয়েছে। এতে রাজ্যের সহায়তা হবে। ১৪ রাজ্যের সাথে রয়েছে বাংলার ও নাম। বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে ৪১ লক্ষ ৭৭৫ হাজার টাকা।

উল্লেখ্য, করোনার জন্য প্রতিটি রাজ্যের রাজস্ব আদায় একদম নিচে নেমে এসেছিল। আবার স্বাস্থ্য খাতে খরচ অনেক বেড়ে গেছে। তাই রাজ্যগুলির মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তা করার জন্য দাবি জানিয়েছিলেন। শুধু এই নয়, জিএসটির বকেয়া টাকা দেবার দাবিও করা হয়েছিল।