Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চুমু খেতে গিয়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়লেন এই অভিনেতারা, পার করলেন নির্লজ্জতার সব সীমা

দুটো ঠোঁট যখন এক হয় শরীরে শুরু হয় হরমোনের রসালো খেলা। ঠিক সেই জন্যেই কাম রসের অন্যতম প্রথম ধাপ হল চুমু। যারা সিনেমা প্রেমী তারা হয়তো খেয়াল করেছেন যে আজকালকার…

Avatar

দুটো ঠোঁট যখন এক হয় শরীরে শুরু হয় হরমোনের রসালো খেলা। ঠিক সেই জন্যেই কাম রসের অন্যতম প্রথম ধাপ হল চুমু। যারা সিনেমা প্রেমী তারা হয়তো খেয়াল করেছেন যে আজকালকার বেশিরভাগ সিনেমায় কিসিং সিন ও বেড সিন রয়েছে। রোম্যান্স, অ্যাকশান, থ্রিলার, কমেডি বাদ দিয়ে যেটা থাকে সেটা হল রগরগে বিছানার দৃশ্য ও গরমা গরম চুমু। আজকের প্রতিবেদনে দেখা যাক বলিউডের সেরা কয়েকটি চুমুর দৃশ্য, যেখানে অভিনেতারা পরস্পরকে হট রোম্যান্সে ভরিয়ে তুলেছেন।

শহিদ ও করিনা : একটা সময় জমজমাট প্রেমে হাবুডুবু খেতেন করিনা(Kareena kapoor Khan) ও শহিদ (Shahid Kapoor) । দুজনের কেমিস্ট্রি নিয়ে হামেশাই চর্চা চলতো পেজ থ্রির পাতায়। কিন্তু, হঠাৎ তাদের ব্রেক আপ হয়। বাস্তবে ব্রেক আপ হলেও ‘জব উই মেট’ সিনেমায় তারা জমিয়ে অভিনয় করেন, আর শুধু অভিনয় নয়, ওই সিনেমায় দুজন দুজনকে আঠালো চুমুতে ভরিয়ে দেন যা দর্শকরা ভীষণ উপভোগ করে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

চুমু খেতে গিয়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়লেন এই অভিনেতারা, পার করলেন নির্লজ্জতার সব সীমা

ইমরান ও জ্যাকলিন : মল্লিকা শেরাওয়াত, তনুশ্রী দত্ত থেকে শুরু করে বহু অভিনেত্রীকে জমিয়ে কিস করেছেন বলিউডের অভিনেতা ইমরান হাশমি (Emraan Hashmi)। সাধেই কি তাকে বলা হয় সিরিয়াল কিসার’! তবে, জ্যাকলিন ফার্নান্দেজের (Jacqueline Fernandez) সঙ্গে ‘মার্ডার 2’-এ ইমরান যেই কিসিং সিন করেছিলেন তা আজও দর্শকদের মনে আছে।

চুমু খেতে গিয়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়লেন এই অভিনেতারা, পার করলেন নির্লজ্জতার সব সীমা

রণবীর ও দীপিকা : রিল থেকে রিয়েল লাইফ দুই জায়গাতেই রণবীর (Ranveer Singh )ও দীপিকা (Deepika Padukone) সুপার হিট জুটি। যদি ‘রামলীলা’ সিনেমাটি দেখে থাকেন তাহলে দেখবেন ওই সিনেমায় জমজমাট চুমুর দৃশ্য রয়েছে রণবীর ও দীপিকার, যা দর্শকরা দারুন উপভোগ করেছিলো। দুজনের অন-স্ক্রিন এবং অফ-স্ক্রিন রসায়নের কারণে আজও এরা অনেকের ফেভারিট কাপল।

-actress

About Author