Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পৃথিবীর সবচেয়ে বড় কেভফিশ (গুহামাছ) এর সন্ধান মিললো ভারতে

পৃথিবীর সবচেয়ে বড় কেভ ফিশ (গুহা মাছ) এর সন্ধান মিললো ভারতে। মেঘালয়ের উম লাডাও গুহায় সন্ধান পাওয়া গেছে এই মাছ গুলির। মাটির থেকে ৩০০ মিটার নীচে একদল ব্রিটিশ ফিশ এক্সপ্লোরার…

Avatar

পৃথিবীর সবচেয়ে বড় কেভ ফিশ (গুহা মাছ) এর সন্ধান মিললো ভারতে। মেঘালয়ের উম লাডাও গুহায় সন্ধান পাওয়া গেছে এই মাছ গুলির। মাটির থেকে ৩০০ মিটার নীচে একদল ব্রিটিশ ফিশ এক্সপ্লোরার এই মাছটি আবিষ্কার করেন। এই অভিযানের নেতৃত্বে ছিলেন পেশাদার ফিশ এক্সপ্লোরার টমাস আরবেনজ। সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফিক জার্নালে প্রকাশিত হয়েছে এটি।

সাধারণত, ভূপৃষ্ঠ থেকে নীচে অন্ধকারে খাপ খাইয়ে নেওয়া মাছ গুলোকেই আমরা গুহা মাছ বা ভূগর্ভস্থ মাছ বলে থাকি। এই মাছগুলি এজাতীয় পরিবেশে বাঁচার জন্য চরম অবস্থার মধ্যে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। যেমন সবসময় অন্ধকারে থাকা, খাবারের পরিমাণ কম ইত্যাদি বিষয়ের সাথে খাপ খাইয়ে নিয়েছে এই মাছ গুলি। এই মাছ গুলির বেশিরভাগেরই চোখ অন্ধ হয়। দীর্ঘদিন অন্ধকারে থাকার জন্য দেখার শক্তি হারিয়ে ফেলে এই মাছ গুলি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এতদিন পর্যন্ত যত এই কেভ ফিশ পাওয়া গেছে সেগুলো সর্বাধিক ২ থেকে ১৩ সেমি লম্বা। কিছু কিছু কেভ ফিশ ২০ সেমি পর্যন্ত লম্বা পাওয়া গেছে। কিন্তু মেঘালয়ে পাওয়া এই কেভ ফিশ ৩৫ সেমির বেশি লম্বা বলে দাবি করেছেন এক্সপ্লোরাররা। নতুন এই কেভ ফিশের ওজনও আগের পাওয়া মাছ গুলির থেকে অনেকটাই বেশি। এই নিয়ে আরও পরীক্ষা, আবিষ্কার হবে বলে জানিয়েছেন ওই এক্সপ্লোরাররা।

About Author