১০ হাজার টাকা দিয়ে কিনে ফেলুন এই ইলেকট্রিক স্কুটার, রেঞ্জ পাবেন ৮৫ কিমি পর্যন্ত

এই নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে Hero Electric

Advertisement

Advertisement

যারা আর কয়েকদিনের মধ্যেই ইলেকট্রিক স্কুটার কিনতে চলেছেন বা আগামী ভবিষ্যতে ইলেকট্রিক স্কুটার কেনার পরিকল্পনা রয়েছে, তাদের জন্য একাধিক বিকল্প রয়েছে এই মুহূর্তে বাজারে। এগুলোর মধ্যে রয়েছে হিরো ইলেকট্রিক কোম্পানির একটি দুর্দান্ত স্কুটার। এক বছর আগে পর্যন্ত, এই কোম্পানিটি ইলেকট্রিক স্কুটারের সবচেয়ে বড় বিক্রেতা ছিল ভারতে। কিন্তু, Ola, Ather, TVS, Ampere, Bajaj, Okinawa সহ অন্যান্য কোম্পানির আগমনের সাথে সাথে খেলা অনেকটাই ঘুরে যায় এবং এই দৌড়ে হিরো ইলেকট্রিক পিছিয়ে পড়ে।

Advertisement

বর্তমানে, Hero Electric কোম্পানির প্রোফাইলে অনেকগুলি ভালো স্কুটার রয়েছে যার মধ্যে Atria LX এবং Flash LX সবথেকে ভালো বলা যেতে পারে। আজ আমরা আপনাকে এই দুটি মডেলের সম্পর্কেই বিস্তারিত বলব। মাত্র ১০,০০০ টাকা ডাউনপেমেন্ট করে এটি কিনতে পারেন আপনি পারে। এর পরে, অবশিষ্ট টাকা ঋণ নিয়ে আপনি পরে শোধ দিতে পারে। সেটা আপনি কিভাবে করবেন এবং কিভাবে আপনি সস্তায় পাবেন ঋণ, চলুন আজকে সেটাই দেখে নেয়া যাক।

Advertisement

Hero Electric Atria LX

Advertisement

Hero Electric Atria LX এর এক্স-শোরুম মূল্য ৭৭,৬৯০ টাকা। এই ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ ৮৫ কিলোমিটার পর্যন্ত এবং সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ, এটা আপনি ব্যবহার করতে পারবেন খুব কম দূরত্বের মধ্যে যাতায়াত করার জন্যই। খুব বেশি দূরত্ব অবধি যেতে গেলে আপনি কিন্তু সমস্যায় পড়বেন।

আপনি যদি হিরো ইলেকট্রিকের এই ভেরিয়েন্টকে ১০,০০০ টাকার ডাউনপেমেন্ট দিয়ে ক্রয় করেন, তাহলে আপনাকে ৬৭,৬৯০ টাকা ঋণ হিসেবে গ্রহণ করতে হবে যেকোনো ব্যাংক থেকে। যেহেতু এই ইলেকট্রিক স্কুটারের একটা জনপ্রিয়তা আছে, তাই লোন পেতে কোনো সমস্যা হবেনা। যদি ঋণের মেয়াদ ২ বছর হয় এবং সুদের হার ৯% হয়, তাহলে আপনাকে পরবর্তী ২৪ মাসের জন্য মাসিক কিস্তি হিসাবে ৩,০৯২ টাকা করে দিতে হবে।

Hero Electric Flash LX

Hero Electric Flash LX-এর এক্স-শোরুম মূল্য ৫৯,৬৪০ টাকা। এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারির রেঞ্জ একক চার্জে ৮৫ কিলোমিটার পর্যন্ত এবং সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ২৫ কিলোমিটার পর্যন্ত। এটাও একইভাবে কমিউটার স্কুটার।

আপনি যদি ১০,০০০ টাকা ডাউনপেমেন্টের করে Hero Electric Flash LX ইলেকট্রিক , তাহলে আপনি ৪৯,৬৪০ টাকা ঋণ পাবেন। ঋণের মেয়াদ ২ বছর পর্যন্ত এবং সুদের হার হয় ৯%, তাহলে আপনাকে মাসিক কিস্তি হিসাবে অর্থাত্ EMI, পরবর্তী দুই বছরের জন্য প্রতি মাসে ২,২৬৮ টাকা করে দিতে হবে।

Recent Posts