Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ৯০ হাজার টাকা মূল্যে কিনে ফেলুন নতুন TATA NEXON, বাজার কাঁপানো অফার দেখে খুশি হবেন

দেশের গাড়ির বাজারে একটি ঝড় তুলতে শুরু করেছে টাটা কোম্পানির অত্যন্ত জনপ্রিয় গাড়ি টাটা নেক্সন। এই মুহূর্তে বাজারে বেস্ট সেলার গাড়ির তকমা পেয়ে গিয়েছে টাটা কোম্পানির এই গাড়িটি। টাটা কোম্পানির…

Avatar

দেশের গাড়ির বাজারে একটি ঝড় তুলতে শুরু করেছে টাটা কোম্পানির অত্যন্ত জনপ্রিয় গাড়ি টাটা নেক্সন। এই মুহূর্তে বাজারে বেস্ট সেলার গাড়ির তকমা পেয়ে গিয়েছে টাটা কোম্পানির এই গাড়িটি। টাটা কোম্পানির এই গাড়ি লঞ্চ হবার পর থেকেই গ্রাহকদের মধ্যে আলাদা একটা পরিচয় তৈরি করে ফেলেছিল। এখন শুধুমাত্র আর পেট্রল গাড়ি হিসেবে নয়, ইলেকট্রিক গাড়ির বাজারে এবং নেক্সন ঝড় শুরু হয়েছে। বহু ভারতীয়দের গ্যারাজে স্থান পেতে শুরু করেছে টাটা নেক্সন। আপনিও কি এই ভারতীয় গাড়িটি কিনতে চান? এর জন্য কিন্তু আপনাকে খরচ করতে হবে মাত্র ৯০ হাজার টাকা। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি খুবই সহজে এই বাজার কাঁপানো গাড়িটি এক লাখ টাকার কমে কিনে ফেলতে পারবেন।

টাটা নেক্সনের দাম

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

টাটা নেক্সন আদতে একটি সাবকমপ্যাক্ট SUV। টাটা কোম্পানির এই Nexon গাড়ির দাম ৭.৮০ লক্ষ থেকে ১৪.৩৫ লক্ষ টাকার মধ্যে (এক্স-শোরুম দিল্লি)। এই গাড়িটি মোট আটটি ট্রিমে বিক্রি হয়, এবং সেগুলি হলো XE, XM, XM (S), XM+ (S), XZ+, XZ+ (HS), XZ+ (L) এবং XZ+ (P)। এতে সর্বোচ্চ পাঁচজন একসাথে বসতে পারবেন। যদি আপনার বাজেট পুরো পেমেন্টে এই গাড়িটি কেনার জন্য না থাকে, তাহলে আপনি ঋণের জন্য আবেদন করতে পারেন।

৯০ হাজার টাকায় এইভাবে কিনুন Tata Nexon

আপনি যদি এই গাড়িটির বেস ভেরিয়েন্ট কিনতে যান, তাহলে আপনার খরচ হবে ৮.৮৫ লাখ টাকা। ধরে নেওয়া যাক, এখনই পুরো টাকা আপনার কাছে নেই। তাই আপনি ঋণ নিয়েই এই গাড়ি কিনতে চাইছেন এবং এই গাড়ির বেস ভেরিয়েন্টই আপনার পছন্দ হয়েছে। এখানে লক্ষণীয় যে, আপনি আপনার পছন্দ অনুযায়ী ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়ি কিনতে পারেন। বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার বিভিন্ন এবং ঋণের মেয়াদও ১ বছর থেকে ৭ বছর পর্যন্ত হতে পারে।

উদাহরণস্বরূপ, আমরা যদি ১০% ডাউন পেমেন্ট, ৯.৮% ব্যাংকের সুদের হার এবং ৫ বছরের ঋণের মেয়াদ ধরে নিই, তাহলে এই পরিস্থিতিতে, আপনাকে প্রতি মাসে ১৬,৮৪৫ টাকার ইএমআই দিতে হবে। অর্থাৎ, আপনাকে ঋণ গ্রহণের জন্য অতিরিক্ত ২.১৪ লক্ষ টাকা দিতে হবে।

Nexon-এর বৈশিষ্ট্য

এই SUV গাড়িতে ৭-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ভয়েস কমান্ড, কুলড গ্লাভবক্স, অটো এসি, ক্রুজ কন্ট্রোল, রেইন সেন্সিং ওয়াইপারের মতো বৈশিষ্ট্য রয়েছে। অটো-ডিমিং IRVM, ৮-স্পীকার সাউন্ড সিস্টেম এবং এয়ার কোয়ালিটি ডিসপ্লে সহ এয়ার পিউরিফায়ারও রয়েছে এই গাড়িতে।

About Author