বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। অনেক বাইক বাজারে আসে এবং জনপ্রিয়তা পেয়ে যায়। কিন্তু যেই বাইকটি দীর্ঘদিন ধরে বিভিন্ন বয়সের মানুষের কাছে জনপ্রিয় তা হল Royal Enfield Classic 350। এই বাইকটি পছন্দ সকলের। আপনি যদি এই বাইকটি কিনতে চান এবং আপনার কাছে বাজেট কম থাকে, তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য।
ইয়ংস্টারদের প্রথম চয়েজ এই ক্লাসিক ৩৫০। আসলে বাইকটির পারফরমেন্স ও স্টাইল দুই অনবদ্য। রয়েল এনফিলড ক্লাসিক ৩৫০ বাইকে ৩৪৯ cc সিঙ্গেল-সিলিন্ডার DOHC ইঞ্জিন দ্বারা চালিত, যা ৬১০০ rpm-এ ২০.২ bhp শক্তি এবং ৪০০০ rpm-এ ২৭ Nm পিক টর্ক জেনারেট করে৷ এই বাইকের এক্স-শোরুম মূল্য ১.৯০ লক্ষ টাকা থেকে ২.২১ লক্ষ টাকা পর্যন্ত। কিন্তু আপনাকে জানাই আপনি এই বাইক মাত্র ১১ হাজার টাকায় বাড়ি নিয়ে আসতে পারবেন। বিস্তারিত জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসম্প্রতি এবার জানা গিয়েছে মাত্র ১১ হাজার টাকা দিলেই বাড়িতে নিয়ে যেতে পারেন ‘রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০’। আসলে ফাইন্যান্সের মাধ্যমে এই সুবিধা পেতে পারেন। কারণ, মোট মূল্যের ৯০ শতাংশ ফাইন্যান্স করার সুযোগ দিচ্ছে এই সংস্থা। প্রত্যেক মাসে ৪৫৫৭ টাকা করে ৬০ মাস অর্থাৎ ৫ বছর দিলেই এই বাইক বাড়ি নিয়ে যেতে পারবেন।