বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। অনেক বাইক বাজারে আসে এবং জনপ্রিয়তা পেয়ে যায়। কিন্তু যেই বাইকটি দীর্ঘদিন ধরে বিভিন্ন বয়সের মানুষের কাছে জনপ্রিয় তা হল Royal Enfield Classic 350। এছাড়াও এই কোম্পানির বেশ কিছু রেট্রো স্টাইলের বাইক পছন্দ হয় বিভিন্ন বয়সের মানুষদের। তার মধ্যেই অন্যতম জনপ্রিয় একটি রেট্রো স্টাইলের বাইক হল Royal Enfield Thunderbird 350।
আপনি যদি ক্লাসিক বুলেটের আকর্ষণীয় রেট্রো স্টাইল এবং সেই সাথে পাওয়ার ও কমফোর্ট খুঁজছেন, তাহলে আপনার জন্য পারফেক্ট Royal Enfield Thunderbird 350cc বাইকটি। তবে এই বাইক কিনতে গেলে আপনার এক্স শোরুম মূল্য পড়বে প্রায় ১.৫৬ লাখ টাকা। আপনার কাছে যদি আপাতত এত টাকা না থাকে এবং আপনি বাইকটি কিনতে চান, তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য। বিস্তারিত জানতে প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আপনি Royal Enfield Thunderbird 350cc বাইকটি মাত্র ৭০ হাজার টাকায় কিনে নিতে পারবেন। আসলে এই বাইকটির একটি সেকেন্ড হ্যান্ড পিস অনলাইন ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে। বাইক কিনতে আপনাকে Droom ওয়েবসাইটে যেতে হবে। বাইকটি নয়ডায় রয়েছে এবং বাইকের রেজিস্ট্রেশন উত্তরপ্রদেশের। ২০১৫ মডেলের এই বাইক মাত্র ২০ হাজার কিলোমিটার চলেছে। এই বাইকের অবস্থা বেশ ভালো রয়েছে এবং আপনি বাইকটি মাত্র ৭০ হাজার টাকায় কিনে নিতে পারবেন।