Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অবশেষে আজ বর্ধমান আদালত জামিন মঞ্জুর করল দিলীপ ঘোষের

কয়েকদিন আগেই রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষের গ্রেফতারি নিয়ে জোর শোরগোল উঠেছিল। তার বিরুদ্ধে পুলিশের ভাবমূর্তি নষ্টের অভিযোগ উঠেছিল। সেই অনুযায়ী তার বিরুদ্ধে হয়েছিল মামলা। মামলায় বর্ধমান আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি…

Avatar

কয়েকদিন আগেই রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষের গ্রেফতারি নিয়ে জোর শোরগোল উঠেছিল। তার বিরুদ্ধে পুলিশের ভাবমূর্তি নষ্টের অভিযোগ উঠেছিল। সেই অনুযায়ী তার বিরুদ্ধে হয়েছিল মামলা। মামলায় বর্ধমান আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। তারপর আজ অর্থাৎ বৃহস্পতিবার তার মামলার জামিন মঞ্জুর হল বর্ধমানে। জামিন প্রসঙ্গে এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান যে আজকে আদালত নির্দেশ দিয়েছিল বলে আমি এসেছিলাম। তিনি আরও বলেছেন যে রাজ্যের যেখানে সেখানে আমার বিরুদ্ধে মামলা চলছে। আদালতে হাজিরা দিতে বললে আমি গিয়ে দিয়ে আসি।

দিলীপ ঘোষের গ্রেপ্তারি পরোয়ানার সূত্রপাত গতবছরের সেহারাবাজারের সি কে ইনস্টিটিউশনের একটি দলীয় সভা। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ রাজ্য পুলিশের ওপর প্রমাণহীন অভিযোগ চাপায়। তিনি রাজ্য পুলিশকে কটাক্ষ করে বলেছিলেন, “টাকা না দিলে এখন আর পুলিশের চাকরি মেলে না। এমনকি পুলিশে প্রমোশন পেতে গেলেও তাদের টাকা দিতে হয়। পুলিশের এসিপি থেকে শুরু করে ওসি অব্দি সবাই টাকা তোলে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পুলিশের বিরুদ্ধে এমন বেফাঁস মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সেহারাবাজার ফাঁড়ির পুলিশ কর্মী।সেই পুলিশকর্মী অভিযোগ জানায় যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে এরকম মন্তব্য পুলিশের ভাবমূর্তি নষ্ট করে। তার মন্তব্যের জেরে সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্ক নষ্ট হবে।

পুলিসকর্মীর অভিযোগের ভিত্তিতেই শেষ পর্যন্ত ২৮ ই ফেব্রুয়ারি মামলা শুরু হয়। সেখানে দিলীপ ঘোষকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানায় তদন্তকারী অফিসার। পরে বর্ধমান আদালতে আবেদন মঞ্জুর হয়। তারপর গত ১২ নভেম্বর দিলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। আজকে দিলীপ ঘোষ ব্যক্তিগত ২০০০ টাকা বন্ডের বিনিময়ে জামিন পায়।

About Author