Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নয়া সিদ্ধান্ত নিলো BSNL, খুশি হবে গ্রাহকরা

বর্তমান সময়ে নিজেদের সেরা প্রমান করার জন্য বিভিন্ন নেটওয়ার্ক সংস্থা উঠে পড়ে লেগেছে। কেউ ভালো অফার, কেউ কম দাম, কেউ ভালো নেটওয়ার্কের স্পিড দিচ্ছে নিজেদের বিক্রি বাড়ানোর জন্য। সম্প্রতি জিও…

Avatar

বর্তমান সময়ে নিজেদের সেরা প্রমান করার জন্য বিভিন্ন নেটওয়ার্ক সংস্থা উঠে পড়ে লেগেছে। কেউ ভালো অফার, কেউ কম দাম, কেউ ভালো নেটওয়ার্কের স্পিড দিচ্ছে নিজেদের বিক্রি বাড়ানোর জন্য। সম্প্রতি জিও অন্য নেটওয়ার্কে কল করার জন্য চার্জ বসালে সমস্যার মুখে পড়েন গ্রাহকরা। এবং এর ফলে কিছুটা হলেও জিওর গ্রাহক সংখ্যা কমবে বলে আশাবাদী অন্যান্য সংস্থা। আর এরই মাঝে নিজেদের গ্রাহক সংখ্যা বৃদ্ধির জন্য প্রাণপণ চেষ্টা চালিয়েছে BSNL।সম্প্রতিকালে জিওকে টেক্কা দেওয়ার জন্যে BSNL ৮৯৯ টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করে। কিন্তু এবার জিও, এয়ারটেল ও ভোডাফোন এই সমস্ত নেটওয়ার্ককে টেক্কা দেওয়ার জন্য নয়া সিদ্ধান্ত নিলো BSNL। এতদিন পর্যন্ত ৩ জি পরিষেবা দিচ্ছিল বিএসএনএল। কিন্তু এবারে গোটা দেশ জুড়ে ৪ জি নেটওয়ার্ক চালু করার সিদ্ধান্ত নেয় তারা।৪ জি কানেকশন ছাড়াও ভোল্টি পরিষেবা আনার চিন্তা ভাবনা নিয়েছে BSNL। ভোল্টি সার্ভিস সমস্ত সার্কেলে আনার জন্য কাজ শুরু হয়ে গেছে বলে জানানো হয়েছে। শাওমি, ভিভো, নোকিয়া, সনি এবং অন্যান্য সংস্থার ৩০ টি ডিভাইসে পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা।
About Author