Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চোখ ধাঁধানো রিচার্জ প্ল্যান ঘোষণা করলো BSNL, আনলিমিটেড কল সহ পাবেন আনলিমিটেড ডেটা

এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন কোম্পানি রিলায়েন্স জিওর সাথে পাল্লা দিয়ে একের পরে অফার ঘোষনা করছে ভারতের একাধিক কোম্পানি। Airtel, VI-এর মত প্রথম সারির কোম্পানিগুলি ইতিমধ্যে একাধিক দুর্দান্ত রিচার্জ…

Avatar

এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন কোম্পানি রিলায়েন্স জিওর সাথে পাল্লা দিয়ে একের পরে অফার ঘোষনা করছে ভারতের একাধিক কোম্পানি। Airtel, VI-এর মত প্রথম সারির কোম্পানিগুলি ইতিমধ্যে একাধিক দুর্দান্ত রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে। যা ইতিমধ্যে গ্রাহকদের দ্বারা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে আজ আমরা আপনাদের এমন একটি দুর্দান্ত প্ল্যানের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি, যেটি জানার পর আপনি অবাক হয়ে যাবেন।

বর্তমানে ভারতে BSNL একমাত্র টেলিকমিউনিকেশন সেক্টর, যারা সবচেয়ে কম মূল্যে সেরা অফার দিয়ে থাকে গ্রাহকদের জন্য। বর্তমানে ভারতবর্ষে একাধিক টেলিকমিউনিকেশন কোম্পানি হাই-স্পিড ইন্টারনেটের পাশাপাশি আনলিমিটেড কলিং-এর সুবিধা প্রদান করলেও, সবচেয়ে কম মূল্যে দুর্দান্ত প্যাকেজ ঘোষণা করেছে BSNL। চলুন আজকের এই নিবন্ধে BSNL-এর একটি জনপ্রিয় রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যদি আপনি এই মুহূর্তে সর্বোচ্চ গতির ইন্টারনেট ব্যবহার করতে চান, তবে আজকে গ্রহণ করুন BSNL-এর 599 টাকার প্যাকেজটি। আমরা আপনাদের বলি, 599 টাকার রিচার্জ প্ল্যান গ্রহন করলে হাই স্পিড ইন্টারনেটের সাথে আপনি একাধিক সুবিধা উপভোগ করতে পারবেন। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, BSNL-এর 599 টাকার প্যাকেজে আপনি কি কি সুবিধা পাবেন-

প্রথমেই আমরা আপনাদের বলে রাখি, BSNL-এর 599 টাকার প্যাকেজে আপনি দৈনিক 3GB হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন। পাশাপাশি যেকোন নম্বরে আনলিমিটেড ভয়েস কলিং ছাড়াও দৈনিক 100 SMS করার সুযোগ পাবেন। এছাড়া রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত আপনি আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার সুবিধা পাবেন এই রিচার্জ প্ল্যানে।

About Author