দেশের অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে টক্কর দিয়ে এখনো বহু মানুষের কাছে জনপ্রিয় রয়েছে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)। গ্রাহকদের জন্য প্রায়ই কম দামের বিভিন্ন রিচার্জ প্ল্যান নিয়ে আসে এই সংস্থা। যারা কম দামের রিচার্জেও ভালো পরিষেবা পেতে চান তারা চোখ বুজে নির্ভর করতে পারেন বিএসএনএল এর উপরে। এবার ফের গ্রাহকদের জন্য দুটি ধামাকাদার রিচার্জ প্ল্যান নিয়ে এসে সকলকে চমকে দিয়েছে বিএসএনএল।
এই বাজারে ৭০ টাকারও কমে দুটি ধামাকা রিচার্জ প্ল্যান নিয়ে এল বিএসএনএল। ডেটার অধিক প্রয়োজন পড়লে কম দামে এই রিচার্জ প্ল্যান গুলি গ্রাহকদের মন জয় করবেই। কী কী সুবিধা পাওয়া যাবে এই প্ল্যানে? জানিয়ে রাখি, ৫৮ টাকা এবং ৫৯ টাকায় দুটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল। এই দুটি হল ডেটা ভাউচার প্ল্যান।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই দুটি প্ল্যানেই দৈনন্দিন ডেটার সুবিধা পাবেন গ্রাহকরা। রিচার্জ প্ল্যানের দৈনন্দিন নির্দিষ্ট ডেটা শেষ হয়ে গেলে এই ডেটা ভাউচার প্ল্যান গুলি ব্যবহার করা যাবে। এবার আসা যাক ডেটা ভাউচার প্ল্যান গুলির সুবিধার ব্যাপারে। ৫৮ টাকার প্ল্যানটিতে ৭ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এতে দৈনন্দিন ২ জিবি করে ডেটা অর্থাৎ ৭ দিনে মোট ১৪ জিবি ডেটা পাবেন গ্রাহকরা।
৫৯ টাকার ডেটা ভাউচার প্ল্যানের ভ্যালিডিটিও ৭ দিনের। এই প্ল্যানে দৈনন্দিন ১ জিবি করে ডেটা পাওয়া যাবে। অর্থাৎ মোট ডেটা পাওয়া যাবে ৭ জিবি। তবে ৫৯ টাকার এই প্ল্যানটিতে শুধু ডেটাই নয়, আনলিমিটেড ভয়েস কলিং এরও সুবিধা দেওয়া হচ্ছে বিএসএনএল এর তরফে। প্রসঙ্গত, দেশে এই মুহূর্তে রয়েছে বিভিন্ন টেলিকম সংস্থা, যেগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের রিচার্জ প্ল্যান অফার করে থাকে। এগুলির মধ্যে ফোনকলের সুবিধা ছাড়াও থাকে ইন্টারনেটের সহজলভ্যতাও। তবে এখনও বিএসএনএল এর গ্রহণযোগ্যতা লক্ষ্য করার মতো।