Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

BSNL এর ৮৪ দিনের সব থেকে সস্তা রিচার্জ প্ল্যান, প্রতিদিন ৩ জিবি ইন্টারনেট সহ থাকছে অতিরিক্ত ডেটার সুবিধা

বিএসএনএল আবারও তার গ্রাহকদের জন্য একটা দুর্দান্ত অফার নিয়ে এসেছে। কোম্পানি তার প্রিপেড প্লানে অতিরিক্ত কিছু ডেটা অফার করতে শুরু করেছে। ভারত সঞ্চয় নিগম লিমিটেড গত কিছু মাসের গ্রাহকদের জন্য…

Avatar

বিএসএনএল আবারও তার গ্রাহকদের জন্য একটা দুর্দান্ত অফার নিয়ে এসেছে। কোম্পানি তার প্রিপেড প্লানে অতিরিক্ত কিছু ডেটা অফার করতে শুরু করেছে। ভারত সঞ্চয় নিগম লিমিটেড গত কিছু মাসের গ্রাহকদের জন্য একগুচ্ছ অফার চালু করেছিল। বিএসএনএল তার অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে এই নতুন অফারের ঘোষণা করেছে। চলুন তাহলে এই নতুন অফারের ব্যাপারে জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।

বিএসএনএল দিচ্ছে অতিরিক্ত ডাটা অফার

বিএসএনএল তার অফিসিয়াল টুইটার একাউন্টে জানিয়েছে, এবারে তারা ৮৪ দিনের রিচার্জ ফ্যানের সাথে বেশ কিছু ইন্টারনেট অফার অতিরিক্ত দিচ্ছে। বিএসএনএল এর পোস্ট অনুযায়ী কোম্পানির ৫৯৯ টাকার প্রিপেড প্ল্যান এর সাথে এই অফার পাওয়া যাবে। ভারত সঞ্চয় নিগম লিমিটেডের এই রিচার্জে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি ইন্টারনেট সহ অতিরিক্ত ৩ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ১০০ এসএমএসের সুবিধা প্রতিদিন। ৮৪ দিনের এই রিচার্জে আনলিমিটেড কলিং, ফ্রি ন্যাশনাল রোমিং এবং একগুচ্ছ অনেক সুবিধা পেয়ে যাবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শুধু সরকারি টেলিকম সমস্যা বিএসএনএলের সেলফ কেয়ার অ্যাপ্লিকেশন থেকে যদি আপনি রিচার্জ করেন তবেই কিন্তু এই সুবিধা আপনি পাবেন। অন্য কোথাও থেকে রিচার্জ করলে কিন্তু এত সুবিধা পাওয়া যাবে না। এই সস্তা প্রিপেইড রিচার্জ প্লানে শুধুমাত্র ইন্টারনেট এবং কলিংয়ের পাশাপাশি Zing, PRBT, Astrocell এবং GameOnService এর মত কিছু সুবিধা আপনারা পেয়ে যাবেন।

About Author