ভারতের বাজারে আসতে চলেছে Ninja-র নতুন বাইক

Advertisement

Advertisement

বেশ কয়েক মাস আগে Kawasaki এর তরফ থেকে BS6 Ninja 650 এবং Z650 বাইকগুলি সম্পর্কে ঘোষণা করা হয়েছিলো। সম্প্রতি বাইকগুলি কেনার জন্য বুকিংও শুরু হয়ে গেছে। যদিও এপ্রিল মাসেই এগুলি লঞ্চ হওয়ার কথা ছিলো, কিন্তু করোনা ভাইরাস সংক্রমণে সেটি স্থগিত করে দেওয়া হয়। তবে আশা করা যাচ্ছে লকডাউন উঠে গেলেই এই সংস্থা ভারতের বাজারে বাইকগুলি আনতে সক্ষম হবে।

Advertisement

শুধু তাই নয়, এই দুটি মোটরবাইকের পর, জাপানি সংস্থাটি সম্ভবত জুনে আরও একটি সুপারবাইক Ninja 1000 টি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। ভারতে বেশ কয়েকটি ডিলার ইতিমধ্যেই এটির জন্য বুকিং নেওয়া শুরু করেছে।

Advertisement

Ninja 1000 বাইকটিতে বেশ কিছু ইলেকট্রনিক বৈশিষ্ট্য যোগ হয়েছে। যেমন –

Advertisement

1. পূর্ববর্তী আধা ডিজিটাল প্যানেলটির বদলে দেওয়া হয়েছে সম্পূর্ণ ডিজিটাল 4.3-ইঞ্চি টিএফটি রঙিন ডিসপ্লে যার দ্বারা জানা যাবে স্পীড, ট্যাকোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন, এবিএস স্টেটাস, জ্বালানীর প্রয়োজনীয়তা ইত্যাদি।

2. Ninja 1000 চালিত হবে উন্নত 1,043 cc এবং 4 সিলিন্ডারের ইঞ্জিন দ্বারা যার ফলে 40 bhp এবং 111 Nm টর্ক উৎপন্ন হবে।

3. এটিতে 6 টি স্পীড ম্যানুয়াল গিয়ারবক্স এবং রিয়ার এবং ফ্রন্ট উভয় ডিস্ক ব্রেক রয়েছে।

4. তিনটি রঙে উপলব্ধ এই বাইকটির আগের মডেলের দাম ছিলো 10.29 লক্ষ টাকা, তবে বর্তমানে এটির দাম 10.5 লক্ষ টাকা। তবে দুটি দামই পুরনো শোরুমের জন্য প্রযোজ্য।

Recent Posts