করোনা মিটলেই ২১ জুলাই ব্রিগেড সমাবেশ, হবে বিজয় মিছিল

এই বিজয় মিছিলে ভারতের সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে ডাকতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement

Advertisement

আগে করোনা পরিস্থিতি ভালো হোক তারপরে হবে তৃণমূলের বিজয় মিছিল, ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে সেই বিজয় মিছিলের সম্ভাব্য তারিখ ঘোষণা করে দিয়ে মমতা হুংকার দিলেন, ওই মঞ্চ হতে চলেছে বিজেপি বিরোধী সর্বভারতীয় একটি মঞ্চ। এবং মমতা জানিয়ে দিলেন, এই সম্ভাব্য মিটিং এর তারিখ হবে আগামী ২১ জুলাই।

Advertisement

একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি মরিয়া হয়ে চেষ্টা করেছিল বাংলা দখল করার। কিন্তু তাদের সমস্ত চেষ্টা বৃথা করে দিয়ে ২১৩ আসনে জয়লাভ করে নতুন রেকর্ড গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি রয়ে গেল মাত্র ৭৬ আসনে। এই পরিস্থিতিতে, বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জয়লাভ অনেকটা অনুপ্রেরণার মতো কাজ করছে বর্তমানে। এর আগে ২০১৯ সালে লোকসভা ভোটের আগে ১৯ জানুয়ারী ব্রিগেডে বিরোধী দলগুলির একটি জনসমাবেশ করেছিলেন মমতা।

Advertisement

সেই ব্রিগেড সমাবেশের সময় ভারতের সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি অংশগ্রহণ করেছিল। তবে এবারের চিত্রটা কিছুটা আলাদা। বিধানসভা নির্বাচনে বিজেপিকে সম্পূর্ণরূপে ধূলিসাৎ করে দিয়ে ক্ষমতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালে যেখানে বাংলায় বিজেপির আধিপত্য অনেকটা বেড়ে গিয়েছিল সেই জায়গা থেকে অনেকটা কামব্যাক করেছেন মমতা। ইতিমধ্যেই এই নির্বাচনী সাফল্যে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী অভিনন্দন জানিয়েছেন মমতাকে।

Advertisement

তার পাশাপাশি উদ্ধব ঠাকরে, অরবিন্দ কেজরিওয়াল, অমরিন্দর সিং, শরদ পাওয়ার, ওমর আব্দুল্লাহ সহ অনেকেই মমতাকে অভিনন্দন জানিয়েছেন। তার বিপরীতে মমতা বলেছেন, ‘আমি সকলকে ধন্যবাদ জানিয়েছি। বলেছি আমরা একসঙ্গে কাজ করবো। আমি একজন স্ট্রীট ফাইটার। আমি মানুষকে সেই লড়াইয়ে উদ্বুদ্ধ করতে পারি। বিজেপিকে হারিয়ে বাংলার মানুষ সর্বনাশের পথ বন্ধ করে দিয়েছে।’ তাহলে কি এবার কোন বাঙালি প্রধানমন্ত্রীর সম্ভাবনা রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

Recent Posts