Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বড়দিনের আগে মন খারাপ বো-ব্যারাকের, করোনার জেরে ফাঁকা কলকাতার অ্যাংলো পাড়া

কলকাতা: এই মুহূর্তের মানব জীবনের সবচেয়ে বড় ভিলেন করোনা। বছরের অন্যান্য উৎসবগুলির মতোই ছন্দপতন হয়েছে বড়দিন উদযাপনেও। ফিকে হয়েছে আনন্দ। মন খারাপ কলকাতার অ্যাংলো পাড়া বো- ব্যারাকের বাসিন্দাদের। বউবাজার থানার…

Avatar

কলকাতা: এই মুহূর্তের মানব জীবনের সবচেয়ে বড় ভিলেন করোনা। বছরের অন্যান্য উৎসবগুলির মতোই ছন্দপতন হয়েছে বড়দিন উদযাপনেও। ফিকে হয়েছে আনন্দ। মন খারাপ কলকাতার অ্যাংলো পাড়া বো- ব্যারাকের বাসিন্দাদের। বউবাজার থানার পেছনের গলিতেই কলকাতার অ্যাংলো পাড়া। ক্যারল, গিটারের  সঙ্গে মন খোলা গান, ঝলমলে আলো ও একরাশ হাসি মুখ। সব মিলিয়ে যেন এখানে এক অন্য মাদকতা তৈরী হয় বড়দিনে।

তবে এবারের ছবিটা একেবারেই আলাদা। আলো ও ক্রিসমাসের অন্যান্য সরঞ্জাম দিয়ে সাজানো হয়েছে ঠিকই। তবে ফিবছর যেখানে গিজগিজ করে মানুষের ভিড়, যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মেতে ওঠে বড়দিন উদযাপনে… এই বছর একেবারে ফাঁকা। অতিমারীর জেরে বাইরে থেকে ঘরে ফিরতে পারছেন না অনেকেই। আবার প্রতিবছর এখানে বাসিন্দাদের বাড়িতে আসেন বহু আত্মীয়-পরিজন। তাঁরা কেউই এবার আসতে পারছে না । তাই বিষাদ মেখে ঘরোয়া ভাবেই উদযাপন করছেন তাঁরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বড়দিনের আগে মন খারাপ বো-ব্যারাকের, করোনার জেরে ফাঁকা কলকাতার অ্যাংলো পাড়া

কিছু লাল রঙা ইটের বাড়িতে নতুন করে রঙের প্রলেপ পড়েছে ঠিকই। তবুও যেন ফিকে সব আনন্দ। চারিদিকে ছেয়ে রয়েছে নিঃশব্দতা। প্রতি বছর কলকাতার পার্কস্ট্রিটে ছাড়াও  বো ব্যারাকে বড়দিনের সপ্তাহে ও নতুন বছরে ভিড় জমান সকলে।

বড়দিনের আগে মন খারাপ বো-ব্যারাকের, করোনার জেরে ফাঁকা কলকাতার অ্যাংলো পাড়া

এত বছরের সেই ঐতিহ্যে ঘাটতি পড়লো এবার।সকলের মঙ্গল চেয়ে তাই এই বছরের ‘বো-ফেস্ট’ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বো ব্যারাক রেসিডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন।  যে টুকু উদযাপন, সাজানো, সেক্ষেত্রেও মেনে চলা হবে সমস্ত কোভিড গাইডলাইন। প্রভু যীশুর কাছে সকলে এটাই প্রার্থনা করছেন, তাড়াতাড়ি সেরে উঠুক এই পৃথিবীর অসুখ। স্বাভাবিক হোক মানুষের জীবনযাত্রা। তাহলে আগামীতে আবার এই বো ব্যারাকে আনন্দে গা ভাসাবেন সকলে।

বড়দিনের আগে মন খারাপ বো-ব্যারাকের, করোনার জেরে ফাঁকা কলকাতার অ্যাংলো পাড়া

About Author