Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনার বাড়বাড়ন্ত চরমে, আশঙ্কায় ভারত সফর বাতিল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

Updated :  Monday, April 19, 2021 7:25 PM

ভারতে করোনাভাইরাস পরিস্থিতি অত্যন্ত খারাপ পর্যায়ে চলে গিয়েছে। এই কারণে কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিল ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন তার সফর কাটছাঁট করেছেন। আগে তার যাওয়ার কথা ছিল পুনে এবং দিল্লিতে কিন্তু পরে ঘোষণা করা হয় তার সফর তালিকা থেকে পুনে বাদ গেছে। কিন্তু এবারে মার্কিন দূতাবাসের তরফে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হল করোনাভাইরাস পরিস্থিতি এতটা খারাপ থাকায় ভারত সফর বাতিল করতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তার। কিন্তু ব্রিটেনে করোনা পরিস্থিতি এতটা খারাপ ছিল, সেই জন্য তিনি ওই সফর বাতিল করে দিতে বাধ্য হয়েছিলেন। ভারত এবং ব্রিটেনের তরফে যৌথ বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতি খুব খারাপ থাকার কারণে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী বরিস জনসন ভারতে যেতে পারবেন না। পরিবর্তে ব্রিটেন এবং ভারতের মধ্যে ভবিষ্যতে উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা নিয়ে চলতি মাসের শেষের দিকে আলোচনা করা হতে পারে।” সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী এবং বরিস জনসন এই সাক্ষাতের বিষয়ে একমত হয়েছেন।

তবে, ভারতের প্রধানমন্ত্রী এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীর মধ্যে যোগাযোগ থাকবে। মোদি এবং বরিস জনসন এই বছরের একটু পরের দিকে মুখোমুখি সাক্ষাৎ করার পরিকল্পনা গ্রহণ করেছেন। ভারতে করোনা মহামারী বর্তমানে চরম আকার ধারণ করেছে। প্রতিদিন লাখের উপরে মানুষ করোনা ভাইরাসের করালগ্রাসে আক্রান্ত হচ্ছেন। এই কারণেই ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন তার সফর বাতিল করতে বাধ্য হলেন বলে তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।