Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতে লঞ্চ হয়েছে Aprilia-র নতুন স্কুটার, ৫ হাজার টাকাতেই করা যাবে প্রি-বুকিং

গতবছরের ডিসেম্বের‌ই ভারতে লঞ্চ করেছিল ইতালির স্কুটার নির্মানকারী ব্রান্ড Aprilia। সেই মডেলের নাম ছিল Aprilia SXR 160। ছ’মাস না পেরোতেই নয়া মডেল লঞ্চিং করতে চলেছে Aprilia। Aprilia SXR 160 এর…

Avatar

গতবছরের ডিসেম্বের‌ই ভারতে লঞ্চ করেছিল ইতালির স্কুটার নির্মানকারী ব্রান্ড Aprilia। সেই মডেলের নাম ছিল Aprilia SXR 160। ছ’মাস না পেরোতেই নয়া মডেল লঞ্চিং করতে চলেছে Aprilia। Aprilia SXR 160 এর ছোটো ভাই SXR 125 আসতে চলেছে ভারতে। SXR 160 স্কুটারের সঙ্গে আসন্ন SXR 125 য়ের বেশ কিছু মিল থাকলেও এই স্কুটারটি আয়তনে কিছুটা ছোটো। এতে রয়েছে তিনটি ভালভের এয়ার কুলার ইউনিট। পাশাপাশি এর ইঞ্জিন ৯.৫ এইচপি এবং ৯.২ এনএম টর্ক শক্তি উৎপাদন করতে পারবে।

SXR 125- এ একেবারে আইডেন্টিক্যাল হেডল্যাম্পের ডিজাইন দেখা যাবে। বিশ্বজুড়ে Aprilia- র স্কুটারে এই এক‌ই ডিজাইনেরই এল‌ইডি ইউনিটের হেডল্যাম্প থাকে। বিশেষভাবে নিরাপত্তা এবং সুরক্ষার রাখার জন্য এই স্কুটারে থাকছে Combi-brake System (CBS)। অ্যান্টি ব্রেক সিস্টেম বা এবিএস- এর পরিবর্তে এই নতুন ব্রেকিং সিস্টেম থাকছে Aprilia SXR 125 স্কুটারে। প্রসঙ্গত, ১৫০ সিসি র বেশী ক্যাপাসিটির ইঞ্জিন থাকলে সেই স্কুটারে এবিএস সিস্টেম বাধ্যতামূলক ভাবে রাখতে হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও, অন্যান্য ফিচারের মধ্যে SXR 125 তে রয়েছে ইউএসবি চার্জিং পোর্ট, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্কস, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, স্কুটারের পিছনের অংশে মোনোশক সাসপেনসন, ১২ ইঞ্চির অ্যালয় হুইল এবং ব্লুটুথ কানেকটিভিটি সিস্টেম (অপশনাল)। অনলাইনে বা ডিলারশিপে দোকানের মাধ্যমে মাত্র পাঁচ হাজার টাকায় প্রিবুকিং করার সুযোগ দিচ্ছে Aprilia। ম্যাট ব্ল্যাক, গ্লসি হোয়াইট এবং ম্যাট ব্লু ও গ্লসি রেড এই চারটি কালার ভ্যারিয়েন্ট মিলবে Aprilia SXR 125 তে।

About Author