এই সিনেমার প্রযোজক প্রযোজক: বিজয় শেখর গুপ্ত। তিনি তার ইনস্টাগ্রামে এই খবর প্রথমে জানিয়েছেন। তিনি একটি ছবি পোস্ট করেন এবং লেখেন, এই ছবির জন্য ‘আউটসাইডার’ শচীনকেই বেছে নিয়েছেন তিনি। শচীনকে তিনি ত্যাগ করেছেন এই পোস্টেপ্রসঙ্গত কিছুদিন আগে একটা কাপুরকে সুশান্ত প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে পবিত্র রিস্তা টু এর জন্য আবেদন করেছিল। কিন্তু সেখানে সুশান্তের চরিত্র করবে সেই নিয়ে আর নেটিজেনরা চর্চা করছে। আবার অনেকেরই মত ওই চরিত্রের সুসান ছাড়া অন্য কাউকে ভালো লাগবে না। একটা কাপুরের পবিত্র রিস্তা সিরিয়াল এ অভিনয় করে বহু দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন অঙ্কিতা এবং সুশান্ত।
বড়পর্দায় আসছে সুশান্তের জীবনী নিয়ে গল্প, জানুন কবে?
সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ভাইরাল হয়েছে, যেহেতু তিনি সুশান্ত এর মতই দেখতে। উত্তরপ্রদেশের ছেলে শচীন তেওয়ারি-র ভিডিও দেখলেই সুশান্তের অনুরাগীরা ছাড়াও বহু…

আরও পড়ুন