Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফের শোকের ছায়া বলিউডে, ক্যান্সার কেড়ে নিল এই জনপ্রিয় অভিনেত্রীর জীবন

Updated :  Monday, July 13, 2020 7:40 PM

কৌশিক পোল্ল্যে: বছরটা বোধহয় অভিশপ্ত। ভগবান ও আধ্যাত্মিকতায় অবিশ্বাসকারী মানুষদের মুখেও একই কথা শোনা যাচ্ছে। একের পর এক দুর্ঘটনা ও হৃদয়বিদারক ধাক্কা সাধারণ মানুষ আর নিতে পারছেন না। মনে মনে প্রত্যেকেই বলছেন, “বছরটা বিদায় হলে বাঁচি”।‌ করোনা আবহের মৃত্যু-মিছিলের পাশাপাশি একের পর এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হারিয়ে যাচ্ছেন বলিউড ইন্ডাস্ট্রি থেকে। ইরফান খান, ঋষি কাপুর, সুশান্ত সিং রাজপুত থেকে শুরু করে সেই মৃত্যু-মিছিল একের পর এক তারকার মধ্য দিয়ে অব্যাহত।

আবারো আজ জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা বলিউড। দুরারোগ্য ক্যান্সার ব্যধিতে ভুগছিলেন অভিনেত্রী দিব্যা চোকসি। কর্কট রোগ জয় করতে পারলেন না তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন খুড়তুতো বোন সৌম্যা। শেষ ইনস্টাগ্রাম পোস্টে দিব্যা লিখেছিলেন তার নারকীয় মৃত্যু যন্ত্রণার কথা।

সোশ্যাল মিডিয়ায় সেভাবে সক্রিয় না থাকলেও শেষ পোস্টে অভিনেত্রী লিখেছিলেন, “আমি এখন মৃত্যুশয্যায়। শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয় যে আমি ঠিক কী বলতে চাইছি। সহানুভূতির অসংখ্য মেসেজ পাচ্ছি আমি। মৃত্যুশয্যাতেও তাই মনোবল ধরে রাখতে পেরেছি। এটা তো হওয়ারই ছিল। যদি যন্ত্রণাহীন আর একটা জীবন পেতাম। এখন আর কোনও প্রশ্ন নেই। একমাত্র ঈশ্বরই জানেন আপনারা আমার কাছে কত মূল্যবান।” অসম্ভব ট্যালেন্টেড এই অভিনেত্রী বহু টিভি শোয়ে কাজ করেন। তার মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন ভক্তরা, সকলেই তার আত্মার শান্তি কামনা করেছেন।