পুত্র সন্তানের নামকরনের দ্বায়িত্ব দিয়েছিলেন অমৃতা নেটিজেনদের উপরেই। এমনকি নতুন নামের জন্য আবেদন জানিয়ে Instagram- এ পোস্ট পর্যন্ত করেছিলেন ‘বিবাহ’ অভিনেত্রী অমৃতা। এবারে নাম ঠিক করে ফেলেছেন অভিনেত্রী। এমনকি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছেলের প্রথম ছবি প্রাকশ্যে আনেন অমৃতা রাও এবং আর জে আনমোল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now‘ভীর’ Veer নাম দিয়ে নিজের ছেলের সঙ্গে পরিচয় করান অমৃতা রাও এবং আর জে আনমোল। নাহ নামে কোন A লেটার নেই। ২০১৬ সালে আরজে আনমলকে বিয়ে করেন অমৃতা। তারপর থেকে বলিউড থেকে বিদাই নিয়েছিলেন ‘ইশক ভিশক’, ‘ম্যায় হু না’, ‘বিবাহ’-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমার অভিনেত্রী অমৃতা রাও। দীর্ঘ চার বছর চুটিয়ে সংসার করার পরেই কোল আলো করে আসে ‘ভীর’।