একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হওয়ার মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল পূর্ণ উদ্যমে ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। একের পর এক কেন্দ্রীয় রাজনৈতিক নেতা বিজেপির হয়ে বাংলায় এসে প্রচারে ঝড় তুলছে। আজ মঙ্গলবার কাঁথিতে কেরানিতলা মোড় থেকে বটতলা মোড় অব্দি রোড শো করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকালে সুন্দরবনের গোসাবায় জনসভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারে চড়ে মেদিনীপুরে কমছে রোড শো অংশগ্রহণ করেন। সেখানকার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় করের সমর্থনে তিনি বিশাল রোড শোতে অংশগ্রহণ করেন। সেখান থেকেই তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক ইস্যুতে গলায় সুর তুলেছেন।
গত রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একুশে নির্বাচনে বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। অবশ্য গেরুয়া ইশতেহার দেখে অনেকেই সমালোচনা করেছেন যে এটি তৃণমূল কংগ্রেসের নকল। মমতার “কন্যাশ্রী” প্রকল্পের আদলে তৈরি “বালিকা আলো” প্রকল্প। এবার এই বিষয়ে গলার সুর তুললেন খোদ অমিত শাহ। আজকের রোড শোতে রীতিমতো জনপ্লাবনে ভেসে শাহ বলেছেন, “আমাদের সংকল্পপত্র নকল নাকি তা সিদ্ধান্ত নেবে বাংলার জনগণ।” এছাড়াও বারংবার মুখ্যমন্ত্রীর বিজেপির প্রতি আক্রমণের প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, “বাংলার জনতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা পছন্দ করেনা। অবশ্য মানুষ নিজের সংস্কার অনুযায়ী কথা বলে। মুখ্যমন্ত্রী যে কি তা বাংলার মানুষ বুঝে গেছেন।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসেইসাথে অমিত শাহ এদিন আবারো জোর গলায় দাবি করেছেন, “একুশে বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি ২০০ এর বেশি আসন নিয়ে নির্বাচনে জিতবে। আজকের মানুষের সমর্থন দেখেই এই কথা বোঝা যাচ্ছে। আমরা মানুষের উন্নয়ন কি করে হবে তা নিয়ে ভাববো। কারোর অভিযোগের জবাব দিতে বাধ্য নয়। অভিযোগের জবাব বাংলার মানুষ নির্বাচনে দিয়ে দেবে।”