তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। তিনি পাল্টা অভিযোগ জানিয়ে টুইট করেছেন, “প্রতিটি ঘটনাই বিজেপির অন্তর্কলহের ফল। ওদের মধ্যেই ৩ টির বেশি দল রয়েছে। পরস্পরকে তারা ঘৃণা করে। গত ৪ মাস ধরে মো-শা এখানে এসে ঘৃণা ছড়িয়েছে। শান্তি ও সম্প্রীতি চায় বাংলা। বিভাজন চায় বিজেপি।” তবে বিজেপি জানিয়ে দিয়েছে যে আগামী বুধবার মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিন তারা গোটা ভারতজুড়ে কোভিড বিধি মেনে ধর্নায় বসবে।Heart-rending scenes in #Kendamari Village in my Constituency #Nandigram AC earlier today.
— Suvendu Adhikari (@SuvenduWB) May 3, 2021
Miscreants from the @AITCofficial mercilessly thrashed our Women Karyakartas @BJP4Bengal.
A shameful day for the Nation. This is a living example of how the TMC respects our Nari Shakti… https://t.co/axDGnSjM5s
The BJP has announced a nationwide dharna on 5th May against the widespread violence unleashed by TMC workers post the election results in West Bengal.
— BJP (@BJP4India) May 3, 2021
This protest will be held following all Covid protocols across all organisational mandals of the BJP.