নিউজ

২.৫ লাখ চাকরি, ছাত্রীদের জন্য স্কুটার, মহিলা ও যুবকদের জন্য কোন প্রতিশ্রুতি দিলো বিজেপি?

বিজেপি এবারে রাজস্থানে সরকার গঠনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত

Advertisement

Advertisement

রাজস্থানে আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন। প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে শুরু হয়ে গিয়েছে ভোট কাটাকাটির খেলা। প্রতিটি রাজনৈতিক দল ইতিমধ্যেই তাদের ভোটের ইশতেহার ঘোষণা করে দিয়েছে। রাজস্থানের ২০০টি বিধানসভা আসনের জন্য ২৫শে নভেম্বর ভোট হওয়ার কথা৷ অন্তত দুটি কারণে এই নির্বাচন বিশেষ। রাজস্থানে প্রতিবছর সরকার পাল্টাতে থাকে। একটানা পাঁচ বছরের বেশি কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারেনি রাজস্থানে। একাধিক রাজনৈতিক দল রাজস্থানে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলেও সব থেকে বেশি বার জয়লাভ করেছে কংগ্রেস। এই মুহূর্তে রাজস্থানে কংগ্রেসের অশোক গেহলোটের সরকার রয়েছে। যদি এই জায়গায় দাঁড়িয়ে সরকার গঠন করতে পারে কংগ্রেস তাহলে রাজস্থানের ইতিহাসে এই প্রথম কোন রাজনৈতিক দল একটানা দুবার ক্ষমতায় থাকতে পারবে।

Advertisement

তবে রাজস্থানে বিজেপির পাল্লা এ বছর কিন্তু বেশ ভারী। বসুন্ধরা রাজে সিন্ধিয়ার কাঁধে ভর করে এ বছর নির্বাচনে লড়াই করবে বিজেপি। এই সবের মধ্যেই বিজেপি তাদের ইশতেহার প্রকাশ করেছে। বিজেপি তার ইশতেহারে সমাজের সব অংশকে কিছু কিছু প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু এখানে আমরা বিশেষ করে নারী ও যুবকদের উল্লেখ করব। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি জেপি নাড্ডা রাজস্থানে এই ইশতেহার প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমাদের ইশতেহার তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি। সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস।

Advertisement

মহিলাদের জন্য বিশেষ কি কি থাকছে?

Advertisement

১. সমস্ত দরিদ্র পরিবারের ছাত্রীদের পিজি পর্যন্ত বৃত্তি।

২. লখপতি প্রকল্পের আওতায় ৬ লক্ষ গ্রামীণ মহিলাকে প্রশিক্ষণ।

৩. উজ্জ্বলার সুবিধাভোগীদের জন্য ৪৫০ টাকায় রান্নার গ্যাস।

৪. মাতৃ বন্দন যোজনার অধীনে প্রসবের সময় প্রদত্ত পরিমাণ ৪,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করার ঘোষণা।

৫. দুর্বল শ্রেণীর মেয়েদের একাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার হবে।

৬. নারীর নিরাপত্তার জন্য, প্রতিটি থানায় থাকবে একটা নারীদের জন্য স্পেশাল থানা।

৭. ছাত্রীদের নিরাপত্তায় অ্যান্টি রোমিও সেল।

৮. প্রতি মেয়ের নামে সঞ্চয় ২ লাখ টাকা।

৯. বিনামূল্যে কেজি, মাধ্যমিক থেকে পিজি পর্যন্ত শিক্ষা।

১০. দ্বাদশ পাস করা ছাত্রীদের স্কুটি

১১. তরুণদের জন্যও বিশেষ প্রতিশ্রুতি

১২. পর্যটন দক্ষতা তহবিল তৈরি করে প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ৫ লাখ যুবকের কর্মসংস্থান।

১৩. আগামী ৫ বছরে দেশের তরুণদের আড়াই লাখ সরকারি চাকরির প্রতিশ্রুতি।

Recent Posts