Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সরকার গড়তে অর্থের ব্যবহার করছে বিজেপি, অভিযোগ শিবসেনার

Updated :  Thursday, November 7, 2019 12:23 PM

মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে জটিলতা অব্যাহত বিজেপি ও শিবসেনার মধ্যে। গতকাল, বুধবার শিবসেনার পক্ষ থেকে এক মারাত্মক অভিযোগ আনা হয়ে জোট শরিক বিজেপির বিরুদ্ধে। শিবসেনার মুখপাত্র ‘সামনা’র সম্পাদকীয়তে মহারাষ্ট্রে সরকার গঠনে জটিলতা নিয়ে বিজেপিকে দায়ী করা হয়েছে।

অভিযোগ করা হয়েছে যে, বিজেপি অর্থের জোরে বিধায়কদের কিনতে চাইছেন। শিবসেনার মুখপাত্রে আরও দাবি করা হয়েছে, মহারাষ্ট্রের মানুষ সেনা সুপ্রিমো উদ্ভব ঠাকরে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন। ফলে, অর্থের জোরে অচলাবস্থা কাটানোর এই প্রচেষ্টা ব্যর্থ হবে বলেও দাবি করা হয়েছে।

আরও পড়ুন : মহারাষ্ট্রে সরকার গড়বে বিজেপি-শিবসেনা, বিরোধীর ভূমিকায় এনসিপি

প্রসঙ্গত, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ৩০ বছরের দুই জোট শরিকের মধ্যে জটিলতা অব্যাহত। মহারাষ্ট্র বিধানসভার ফল ঘোষণার পর দেখা যায় বৃহৎ দল হিসেবে সর্বাধিক আসন পেয়েছে বিজেপি, তাদের বিধায়ক সংখ্যা ১০৫। অন্যদিকে, দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে ৫৬ জন বিধায়ক শিবসেনার।

এরপরই শিবসেনার ৫০-৫০ ফর্মুলায় মুখ্যমন্ত্রীত্বের দাবি নিয়ে জটিলতা দেখা দেয়। বিজেপির পক্ষ থেকে এই দাবি মেনে না নেওয়ায় মহারাষ্ট্রের সরকার গঠন এখনও বিশবাঁও জলে।