করোনা ভ্যাকসিন উৎপাদনে ভারত হবে শ্রেষ্ঠ, আশাবাদী বিল গেটস

Advertisement

Advertisement

ওয়াশিংটন: কবে বিশ্বের বাজারে আসবে করোনা ভ্যাকসিন? কোন দেশ প্রথম ভ্যাকসিন বাজারে নিয়ে আসবে? এই প্রশ্নে কার্যত তোলপাড় গোটা বিশ্ব। আর এমন সময় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস জানিয়ে দিলেন, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি করোনা ভ্যাকসিন উৎপাদন করবে ভারত। করোনা ভ্যাকসিন তৈরিতে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করবে ভারতই,এমনটাই দাবি করেছেন তিনি।

Advertisement

সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে সাক্ষাতকার দিতে গিয়ে বিল গেটস বলেন, ‘আমরা সকলেই চাই দ্রুত ভারতে করোনা ভ্যাকসিন উৎপাদন শুরু হোক। ভারতে উৎপাদিত করোনা ভ্যাকসিন খুব কার্যকরী ও নিরাপদ হবে বলে আশা করছি। ভারত শীর্ষস্থানীয় ভ্যাকসিন উৎপাদনকারী। কোভিড-১৯ ভ্যাকসিনের ক্ষেত্রেও আমরা ভারতের কাছ থেকে সহযোগিতা চাই।

Advertisement

কোভিড-১৯ ভ্যাকসিনটি (Covid-19 vaccine) সম্ভবত আগামী বছরই যথেষ্ট পরিমাণেই পাওয়া যাবে ভারত থেকে আমি আশাবাদী। আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যেই কোভিড-১৯-এর কয়েকটি ভ্যাকসিনের উৎপাদন চূড়ান্ত পর্বে ‌পৌঁছবে। কিভাবে ভারতকে নিয়ে আশা প্রকাশ করেছেন বিল গেটস।

Advertisement

Recent Posts