Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Rhea Chakraborty : বিগ বসে অংশ নিচ্ছেন না সুশান্তের প্রাক্তন প্রেমিকা, সব জল্পনায় অবসান ঘটালেন রিয়া চক্রবর্তী

প্রায় দেড় বছর হতে চললো সুশান্ত সিং রাজপুত আমাদের মধ্যে নেই। অভিনেতার মৃত্যুর পর থেকেই নানান বিতর্কে নাম উঠে এসেছে সুশান্ত প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তীর। অনেকেই সুশান্তের মৃত্যুর জন্য তাঁকে…

Avatar

By

প্রায় দেড় বছর হতে চললো সুশান্ত সিং রাজপুত আমাদের মধ্যে নেই। অভিনেতার মৃত্যুর পর থেকেই নানান বিতর্কে নাম উঠে এসেছে সুশান্ত প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তীর। অনেকেই সুশান্তের মৃত্যুর জন্য তাঁকে দায়ী করেছেন। মাদক মামলায় ছিলেন ২৮ দিন জেল হেফাজতে। ‘ডাইনি’র মতো তকমাও সেঁটে দেওয়া হয়েছে তাঁর ওপর। এমনকি বলিউডে কাজ ও হারিয়েছেন তিনি। যদিও সেভাবে কখনও সুশান্তের সঙ্গে নিজের সম্পর্কের সত্যতা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তিনি। শেষ সময়ে কেন তিনি সুশান্তের সঙ্গে সম্পর্ক ভেঙেছিলেন তাও জানা যায়নি।

এর মাঝেই টিনসেল টাউনে তীব্র গুঞ্জন ছিল, এ বারের বিগ বস ১৫ তে অংশ নিতে চলেছেন রিয়া চক্রবর্তী। সেই নিয়ে কম জল্পনা কল্পনা হয়নি। কিন্তু সব জল্পনার অবসান ঘটেছে শনিবার। রিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিলেন, তিন বিগ বসের ঘরে অংশ নিচ্ছেন না। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রিয়া পরিষ্কার ভাবে লিখেছেন, ‘জনপ্রিয় টিভি শো বিগ বসে আমার অংশ নেওয়া নিয়ে বহু গুজব ছড়িয়েছে বলে আমি শুনেছি। তবে আমি বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, এর কোনও সত্যতা নেই। আমি বিগ বসের পার্ট নই।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Rhea Chakraborty : বিগ বসে অংশ নিচ্ছেন না সুশান্তের প্রাক্তন প্রেমিকা, সব জল্পনায় অবসান ঘটালেন রিয়া চক্রবর্তী

শনিবার ‘বিগ বস ১৫’-এর প্রিমিয়ার ছিল। আর তার কিছুক্ষণ আগেই এই পোস্টটি করেন প্রয়ারলত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন। প্রসঙ্গত এমনও গুজব রটেছিল, রিয়াকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বড় অঙ্কের পারিশ্রমিকও অফার করা হয়েছিল। সপ্তাহপিছু তাঁকে অফার করা হয়েছে ৩৫ লক্ষ টাকা। তবে রিয়া অংশ না নেওয়ার খবরেও বিগ বসের প্রিমিয়ারকে ঘিরে উত্তেজনায় এতটুকু ভাটা পড়েনি। বরং সলমন খানের পারফরম্যান্স দেখার জন্য সকলে মুখিয়ে ছিলেন।

প্রতি বারের মতো এ বারও বলিউডের ভাইজান তাঁর ছবির হিট গানের সঙ্গে নাচ করেন যা ছিল এই শোয়ের মূল আকর্ষণ। এবারের বিগ বস ১৫-তে অংশ নিতে চলেছেন জনপ্রিয় তারকা তেজস্বী প্রকাশ, করণ কুন্দ্রা, ডোনাল বিস্ত, আফসানা খান, উমর রিয়াজরা। এ ছাড়াও থাকছেন ওটিটিতে প্রতিযোগী হিসেবে থাকা শমিতা শেট্টি, নিশান্ত ভাট এবং প্রতীক সেহজপালও।

About Author