Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রেশন কার্ডধারীদের জন্য দুঃসংবাদ, ৩১শে ডিসেম্বরের মধ্যে এই গুরুত্বপূর্ণ কাজ না করলে কাটা যাবে নাম

এবার রেশন কার্ডধারীদের জন্য বড় শর্ত বেধে দিল দুই রাজ্যের সরকার। হিমাচল প্রদেশ এবং বিহারের রেশন কার্ড ধারীদের জন্য বড় সংবাদ প্রকাশ্যে এসেছে। যা জানার পর অবশ্যই দুশ্চিন্তায় পড়বেন রেশন…

Avatar

এবার রেশন কার্ডধারীদের জন্য বড় শর্ত বেধে দিল দুই রাজ্যের সরকার। হিমাচল প্রদেশ এবং বিহারের রেশন কার্ড ধারীদের জন্য বড় সংবাদ প্রকাশ্যে এসেছে। যা জানার পর অবশ্যই দুশ্চিন্তায় পড়বেন রেশন কার্ড ধারীরা। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকার রেশন দুর্নীতি ঠেকাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে পুরোনো রেশন কার্ড বাতিল, রেশন কার্ডের সাথে ফোন নম্বর সংযুক্তিকরণ, রেশন কার্ডের সাথে ফিঙ্গারপ্রিন্ট সংযুক্ত করণের মতো একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার।

তবে এবার হিমাচল প্রদেশ এবং বিহারের রেশন কার্ডধারীদের জন্য বড় বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। যেখানে সরকার তরফ থেকে সরাসরি বলা হয়েছে, রেশন কার্ড ধারীরা তাদের রেশন কার্ডের সাথে যদি আধার কার্ড eKYC না করান, সে ক্ষেত্রে আগামী অর্থবছরে সেই সমস্ত রেশন কার্ড বাতিল করা হবে। অর্থাৎ যারা রেশন কার্ডের সাথে eKYC না করাবেন, তারা ২০২৪ সাল থেকে রেশন প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইতিমধ্যে রেশন কার্ডের সাথে eKYC করানোর সময়সীমা বেধে দিয়েছে দুই রাজ্য। ৩০শে নভেম্বর পর্যন্ত এই কাজের জন্য সময়সীমা নির্ধারিত থাকলেও জনগণের একটি বিরাট অংশ সেই কার্য সম্পন্ন করেনি। যার ফলে আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এই বিশেষ কাজের সময়সীমা। পাশাপাশি, সরকারের তরফ থেকে হিমাচল প্রদেশ এবং বিহারের সমস্ত নাগরিকদের কাছে বিনীত আবেদন করা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে রেশন কার্ডের সাথে eKYC করানোর জন্য। এছাড়া সরকারের তরফ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমা উত্তীর্ণ হলে জরিমানা প্রদান করে রেশন কার্ডের সাথে eKYC করাতে হবে রেশন কার্ডধারীদের।

About Author