Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

DA Hike: কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় খবর, ১ জুলাই থেকে ৫৫ শতাংশ হয়ে যাবে মহার্ঘ ভাতা

আবারো কেন্দ্রীয় কর্মচারীদের জন্য রয়েছে দারুণ সুখবর। ২০২৪ সালের জুলাই মাসে কর্মচারীদের মহার্ঘ ভাতা আবারো বৃদ্ধি হতে চলেছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, জুলাই মাসে…

Avatar

আবারো কেন্দ্রীয় কর্মচারীদের জন্য রয়েছে দারুণ সুখবর। ২০২৪ সালের জুলাই মাসে কর্মচারীদের মহার্ঘ ভাতা আবারো বৃদ্ধি হতে চলেছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, জুলাই মাসে আরো ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। কেন্দ্রীয় সরকার মোটামুটি বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে থাকে। প্রথমটি জানুয়ারি মাস থেকে কার্যকর হয় এবং দ্বিতীয়টি জুলাই মাস থেকে কার্যকর হয়। সরকার জানুয়ারিতে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছিল। এর ফলে এখন মহার্ঘ ভাতা বেড়ে ৫০ শতাংশ হয়েছে। এবারে দেখার বিষয় মহার্ঘ ভাতা কতটা বাড়ে।

ধারণা করা হচ্ছে মূল্যস্ফীতির পরিপ্রেক্ষিতে, এবারে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ থেকে ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হতে পারে। কেন্দ্রীয় কর্মচারীরা বর্তমানে ৫০ শতাংশ করে মহার্ঘ ভাতা পেয়ে যান। এটি জানুয়ারি ২০২৪ থেকে প্রযোজ্য হয়। মহার্ঘ ভাতার পরবর্তী বৃদ্ধি জুলাই ২০২৪ থেকে কার্যকর হবে। তবে অনুমোদনের সময় সেপ্টেম্বর মাস হতে পারে। আগের বছরের রেকর্ড দেখতে গেলে সরকার সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করার বিষয়টা জানিয়ে থাকে। এই মুহূর্তে সরকারি কর্মচারীদের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। সেটাও কিন্তু মার্চ মাসে ঘোষণা করেছিল সরকার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২০১৬ সালের মূল্যায়ন অনুযায়ী, সপ্তম বেতন কমিশনের রেল কর্মচারী, বেসামরিক প্রতিরক্ষা কর্মচারী এবং প্রতিরক্ষা কর্মীদের সহ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বেশ কিছু ধরনের ভাতা দিয়ে থাকে সরকার। এর মধ্যে রয়েছে মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, পরিবহন ভাতা, শিশুদের শিক্ষার ভাতা, ভ্রমণ ভাতা, ডেপুটেশন ভাতা, উচ্চতর যোগ্যতার ক্ষেত্রে ভাতা, ট্রাভেল ক্যাশ্মেন্ট, পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা, নগদকরন, এবং অনুশীলন ভাতা। যেহেতু মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছে আগামী সেপ্টেম্বর মাস থেকে, তাই একইভাবে বৃদ্ধি পাবে বাড়ি ভাড়া ভাতা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, X, Y, ও Z ক্যাটেগরীর শহরের ক্ষেত্রে ৩০ শতাংশ, ২০ শতাংশ এবং ১০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা পেয়ে থাকেন।

About Author