Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dev-Rukmini: ইস্মাট জোরির মঞ্চেই দেবকে চ্যালেঞ্জ ভুবনবাবুর, অবাক অভিনেতা নিজেও

Updated :  Tuesday, April 26, 2022 7:04 PM

মার্চ মাসের শেষের দিক থেকেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে টলিউডের সুপারস্টার জিৎ’এর সঞ্চালিত রোমান্টিক রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোরি’। ইতিমধ্যেই এই শো দর্শকদের মনে ধরেছে। এই মঞ্চ বীরভূমের ভুবন বাদ্যকর নিজের কথা ও গান দিয়েই মাতিয়ে রাখেন। সম্প্রতি এই মঞ্চেই নিজেদের আসন্ন ছবি ‘কিশমিশ’এর প্রচারে এসেছিলেন দেব-রুক্মিণী। আর সেখানেই সকলের সামনে দেবকে চ্যালেঞ্জ করে বসেছেন স্বয়ং বাদামকাকু, যা শুনে রীতিমত অবাক হয়ে গিয়েছেন দেব নিজেও।

‘ইস্মার্ট জোরি’র মঞ্চে প্রায়ই ঘটতে থাকে একাধিক রোমান্টিক ঘটনা। সম্প্রতি সেই মঞ্চেই নিজেদের ছবির প্রচারের উদ্দেশ্যে উপস্থিত হয়েছিলেন দেব ও রুক্মিণী মৈত্র। এই মুহূর্তে সেই প্রোমোই রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। দেখানো হয়েছে টেলিভিশনের পর্দাতেও। আসন্ন এই প্রোমোতে টলিউডের অন্যতম সুপারস্টার দেবকে চ্যালেঞ্জ জানিয়েছেন, ভুবন বাদ্যকর অর্থাৎ সকলের প্রিয় বাদামকাকু।

প্রোমোতে দেখা গিয়েছে, ভুবনবাবু নিজের স্ত্রীর গালে সকলের সামনে চুমু খেয়ে দেবকে সেই একই কাজ করার জন্য চ্যালেঞ্জ জানান। এই কথা শুনে রীতিমত অবাক হয়ে যান অভিনেতা নিজেও। ভুবনবাবু আসলে আকারে-ইঙ্গিতে বোঝাতে চেয়েছিলেন, তিনি যেন সকলের সামনে ঐ মঞ্চে দাঁড়িয়েই রুক্মিণী মৈত্রকে চুমু খান। তবে শেষপর্যন্ত এই ঘটনা এই মঞ্চে ঘটবে কিনা! তা দেখার অপেক্ষায় রয়েছেন এই তারকা জুটির অগণিত ভক্তরা। উল্লেখ্য, আগামী ২৯’শে এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘কিশমিশ’। আরো একবার বড়পর্দায় দেব ও রুক্মিণী মৈত্রকে একসাথে জুটি হিসেবে দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।