আজকাল বিনোদন জগতে বেশ চর্চায় আছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আর এই ভোজপুরি ইন্ডাস্ট্রির উন্নতিতে অক্লান্ত পরিশ্রম করছেন সুপারস্টার ভোজপুরি অভিনেতা পবন সিং। একের পর এক হিট সিনেমা করে ভারতীয় দর্শকদের সামনে ভোজপুরি ইন্ডাস্ট্রির সুনাম ছড়িয়ে দিচ্ছেন তিনি। এই অভিনেতার ফ্যান ফলোইং একদম কম নয়। তাইতো পবন সিং এর মিউজিক ভিডিও হোক কি সিনেমা সবকিছুই চোখের পলকে ভাইরাল তালিকায় নাম লেখায়। আজকের এই প্রতিবেদনে পবন সিংয়ের একটি অত্যন্ত জনপ্রিয় মিউজিক ভিডিও সমন্ধে আপনাদের জানাবো।
পবন সিং ও মোনালিসার রোমান্টিক কেমিস্ট্রি
ভোজপুরি ইন্ড্রাস্ট্রির আরেক তারকা মোনালিসার সাথে একটি সিনেমায় কাজ করার জন্য ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক চর্চার মাঝে এসেছেন পবন সিং। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পবন সিং এবং মোনালিসার সবচেয়ে বড় দুই সুপারস্টারের মধ্যে গণনা করা হয়। পাওয়ারস্টার পবন সিং ও সেনসেশন কুইন মোনালিসা এবার মিউজিক ভিডিওতে লজ্জার সমস্ত সীমা অতিক্রম করে রোম্যান্স করেছেন। আপনি যদি এই মিউজিক ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে ঘরের দরজা বন্ধ করে একান্তে দেখতে হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভাইরাল ভিডিওর বিবরণ
ভাইরাল এই গানটির নাম ‘জাগ হ্যায় পা জাতা‘। এতে মোনালিসা সেক্সী কায়দায় ড্যান্স করে প্রলুব্ধ করেছেন পবন সিংকে। সে বোল্ড কায়দায় নিজের কার্ভি ফিগার ফ্লান্ট করে পবন সিংকে নিয়ন্ত্রণহীন করে তুলেছেন। গানটিতে দেখা যাচ্ছে মোনালিসা ও পবন সিংয়ের মাখোমাখো রোমান্টিক ডান্স। তাঁরা বৃষ্টিতে ভিজে ব্যাপক নাচ করেছেন। ভিডিওটি ‘ইসটার রিজিওনাল‘ চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে। ইউটিউবে ৯১ মিলিয়নের বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।