আজকাল সোশ্যাল মিডিয়ায় খেসারি লাল যাদব ও ইন্দু সোনালি কন্ঠে গাওয়া ‘মৌকা কে লাব লা পাজা মে দাব লা’-গানটি রীতিমত ভাইরাল হচ্ছে। যে গানে খেসারি লাল যাদবের সাথে রানী চ্যাটার্জিকে মধুচন্দ্রিমা উদযাপন করতে দেখা গেছে। গানটি প্রসঙ্গে বলার আগে আমরা আপনাদের বলি, স্বল্প সময়ের মধ্যে বিপুল উত্তেজনা, সবকিছুই বিদ্যমান ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। বিশেষ করে যে সমস্ত গানে আম্রপালি, মোনালিসা, অক্ষরা সিংয়ের মত সেক্সি অভিনেত্রীর উপস্থিতি রয়েছে, সেখানে যে প্রতি মুহূর্তে উত্তেজনায় ভরপুর সিন থাকবে একথা নিশ্চিত।
ভোজপুরি ডান্সের ক্ষেত্রে বিগত কয়েক বছরে সাহসী আম্রপালিকে যদি কেউ টক্কর দিয়ে থাকেন, তবে তিনি হলেন রানী চাটার্জী। বিগত কয়েক বছরে ধরে খোলা স্টেজেও চরম সাহসিকতা দেখাচ্ছেন এই অভিনেত্রী। খোলাখুলি পারফরমেন্স তো বটেই, সংস্কার যুক্ত পারফরমেন্স করার ক্ষেত্রেও তার জুড়ি মেলা ভার। তার নাচের ভিডিওগুলি উপভোগ করতে দূর-দূরান্ত থেকে জমায়েত হন তার ভক্তরা। এমনকি, সোশ্যাল মিডিয়ায় তার নাচের ভিডিওগুলি চোখের পলকে ভাইরাল হয়ে পড়ে। উল্লেখ্য, রানী চ্যাটার্জি এমন একজন সাহসী অভিনেত্রী, যিনি তার সৌন্দর্যের পাশাপাশি শৈলীর মনোভাবের কারনেও মানুষের মনে জায়গা করে নিয়েছেন।
বর্তমানে এই সাহসী ভোজপুরি অভিনেত্রীর একটি ভিডিও ট্রেন্ডে পরিণত হয়েছে ইউটিউবে। যেখানে তাকে পাওয়ার স্টার পবন সিংয়ের সাথে চরম রোমান্স করতে দেখা গেছে। উল্লেখ্য, ভিডিওটি অনেক পুরোনো হলেও একাধিক সাহসী দৃশ্যের কারণে ফের সংবাদ শিরোনামে আলোচিত হচ্ছে। ‘মৌকা কে লাব লা পাজা মে দাব লা’ গানটি নেটিজেনদের হৃদয়ে জায়গা করে নেওয়ার পেছনে রয়েছে পবন সিংয়ের চরিত্রটি। কারণ এই গানে পবন সিংয়ের সঙ্গে চরম রোমান্স করতে দেখা গেছে রানী চ্যাটার্জিকে। দেখুন ভাইরাল ভিডিও-














New Movies to Watch This Weekend — ‘The Running Man,’ ‘One Battle After Another,’ ‘Nobody 2’ Drop Big Releases