Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দুজনের সঙ্গে মধুচন্দ্রিমা করছেন নিরহুয়া, পর্দায় উষ্ণতা চড়ালেন তিনজন

  ভোজপুরি ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেত্রী আম্রপালি দুবেকে খুবই পছন্দ করেন দর্শকরা। যখনই তাকে বড় পর্দায় ডিওখা যায় তখন সকলের মধ্যে একটা আলাদাই উত্তেজনা কাজ করে। সোশ্যাল মিডিয়ায় আম্রপালি দুবের ফ্যান…

Avatar

 

ভোজপুরি ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেত্রী আম্রপালি দুবেকে খুবই পছন্দ করেন দর্শকরা। যখনই তাকে বড় পর্দায় ডিওখা যায় তখন সকলের মধ্যে একটা আলাদাই উত্তেজনা কাজ করে। সোশ্যাল মিডিয়ায় আম্রপালি দুবের ফ্যান ফলোয়িং বিপুল রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বর্তমান সময়ে অভিনেত্রীর আলাদা করে কোনো স্বীকৃতির প্রয়োজন নেই। আম্রপালি দুবে ভোজপুরি ইন্ডাস্ট্রিকে একাধিক ছবি, গান উপহার দিয়েছেন। আম্রপালি দুবে বহু তারকার সঙ্গে কাজ করেছেন। তবে দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সঙ্গে আম্রপালি দুবের জুটি সবচেয়ে বেশি পছন্দের। পর্দায় দুজনের রসায়ন একসম তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন দর্শকরা।

এই জুটি একসঙ্গে দর্শকদের দারুণ বিনোদন দিয়েছে। আম্রপালি দুবে এবং নির্হুয়া এই সময়ে সোশ্যাল মিডিয়ায় ফের ঝড় তুলেছেন। তাদের দুজনের রসায়ন ভোজপুরি দর্শকদের খুব পছন্দ হয়। এদিকে ‘ঝুমকা ঝুলানিয়া ভাল দে দিয়া’ নিয়ে ভাইরাল হচ্ছে নির্হুয়া ও আম্রপালি দুবেকে নিয়ে চিত্রায়িত একটি গান।

এই গানে দীনেশ লালকে একসঙ্গে দুটি মধুচন্দ্রিমা করতে দেখা গেছে। এই গানে কখনও আম্রপালির সঙ্গে রোমান্স করছেন নির্হুয়া, আবার কখনও কাজল রাঘওয়ানির সঙ্গে লিপলক করতে দেখা গিয়েছে। এই গানটি ইন্টারনেটের পারদ এক ধাক্কায় বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে। গানটি গেয়েছেন কল্পনা এবং গানের কথা লিখেছেন প্যারে লাল যাদব।

এখনও পর্যন্ত এই গানটি ৩৫ মিলিয়নেরও বেশি মানুষ দেখেছেন। এই গানটি যতবারই দেখুন না কেন, সকলের মন যেন ভরছে না। ভোজপুরি ছবি ‘আশিক আওয়ারা’র এই রোমান্টিক গানটি দর্শকদের খুব পছন্দ। গানের ভিডিওতে দেখা যায়, কাজল রাঘওয়ানি ও আম্রপালি কীভাবে অভিনেতা নিহুয়াকে নিজেদের দিকে আকৃষ্ট করছেন।

About Author