Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Abhishek-Nora: নোরা ফাতেহির সঙ্গে ‘কাজরা রে’ গানে প্রচণ্ড নাচলেন অভিষেক বচ্চন, লুফে দেখছেন মানুষ

Updated :  Wednesday, June 14, 2023 3:43 PM

নোরা ফাতেহি নামটা অপরিচিত নয় কারোর কাছেই। তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। ইতিমধ্যেই বলিউডের একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। হিন্দি ছাড়াও আরো একাধিক ভাষার ছবিতে দেখা মিলেছে অভিনেত্রীর। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো নৃত্যশিল্পীও, তা আর আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই। নোরা ফাতেহি কারণে-অকারণে চর্চায় থাকেন মিডিয়াতে। তিনি বর্তমান প্রজন্মের কাছে স্টাইল স্টেটমেন্টও বটে। তার যেকোন লুকই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি পুনরায় নোরা ফাতেহি মিডিয়াতে চর্চায় উঠে এসেছেন নিজের সাম্প্রতিক ভাইরাল হওয়ার ভিডিওর সূত্র ধরেই।

এই মুহূর্তে নোরার পাশাপাশি সবথেকে বেশি চর্চার আলো কেড়েছেন বচ্চন পুত্র অভিষেক বচ্চন। তিনি বচ্চন পরিবারের মুখ্য সদস্য হওয়ার সূত্র ধরেই প্রায়ই চর্চিত হন মিডিয়ার পাতায়। তার উপর মিডিয়ার নজর টিকে থাকে ২৪ ঘন্টা। বর্তমানে বড়পর্দার পাশাপাশি ওয়েব দুনিয়াতেও সক্রিয় তিনি। তবে এই মুহূর্তে এক তারকা বেষ্টিত ঘরোয়া অনুষ্ঠানেই ‘কাজরা রে’এর তালে তাল মেলাতে দেখা গিয়েছে অভিষেক বচ্চনকে। আপাতত সেই ঝলকই ভাইরাল সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে।

এই ঝলকটি ইনস্টাগ্রামের ‘হোয়াট’স ইন দ্যা নিউজ’ নামের অফিসিয়াল পেজ থেকেই শেয়ার করে নেওয়া হয়েছে। ঝলকে তারকা বেষ্টিত একটি ঘরোয়া অনুষ্ঠানেই ‘কাজরা রে’র তালে চুটিয়ে নাচতে দেখা গিয়েছে বচ্চন পুত্রকে। বেশ খোশমেজাজেই ছিলেন অভিষেক। এদিন অনুষ্ঠানে তার সাথে তাল মিলিয়ে ছিলেন বর্তমান সেনসেশন নোরা ফাতেহিও। আর সেই ঝলক ক্যামেরাবন্দি করতে না করতেই রীতিমতো ভাইরাল গোটা নেটদুনিয়ায়। তবে এই অনুষ্ঠানে দেখা মেলেনি ঐশ্বর্য রাই বচ্চনের। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানের ঝলকে বিশ্বসুন্দরীকে দেখতে না পেয়ে তাকে মিসও করেছেন তার ভক্তরা।