আজ ভাইফোঁটা। আজকের দিনটা পৃথিবীর সমস্ত বোনদের জন্য অত্যন্ত স্পেশাল। সারাবছর দুজনের যতই ঝগড়া, খুনসুটি, মান- অভিমান হোক না কেন, আজকের এই বিশেষ দিনে সব ভুলে প্রত্যেক বছর সব ভাই বোন আজকের দিনে উপোস করে বোন কিংবা দিদিরা তাদের প্রিয় ভাই অথবা দাদাকে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করে থাকেন। ভাই আর দাদাদের রেঁধে খাওয়ান পছন্দের সব রান্না।
প্রত্যেক বছরেই এই বিশেষ দিনটি উদযাপনের অপেক্ষায় থাকে সকল ভাইবোনেরা। যতই সক্কলে ব্যস্ত থাকুক না কেন এইদিন সকল ভাই বোনের কাছে খুব স্পেশ্যাল। শত ব্যাস্ততার মাঝেই আজকের দিনটির উপভোগের জন্য সময় বার করে নেন সকলেই। সাধারণ মানুষের মতো সেলেবরাও অপেক্ষা করেন আজকের দিনের। তাই আমজনতা থেকে সেলিব্রেটি সকলেই মেতেছেন ভাইফোঁটার সেলিব্রেশনে আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়া খুললেই চোখের সামনেই ভেসে উঠছে ভাইফোঁটার নানান মজার মুহূর্ত।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে এর মাঝে টলি অভিনেত্রী ঋদ্ধিমার ঘোষ অন্যভাবে ভাইফোঁটা উদযাপন করলেন। সরাসরি ভাইকে ডেকে মাথায় টিকা দিয়ে ফোঁটা দিলেননা। কিন্তু কেন? আসলে এবছর অভিনেত্রী ভাই তাঁর কাছে নেই। থাকছে দূরে। দূরে আছে বলে কি ভাইফোঁটা দেবেন না তা কি করে হয়। এই ডিজিটালের যুগে সব কিছু সম্ভব। তাই অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ অবশ্য হাজার মাইল দূর থেকে বসেই এই বিশেষ দিনে ভাইয়ের জন্য মঙ্গলকামনা করলেন। সারলেন ডিজিটাল ভাইফোঁটা।
এদিন অভিনেত্রী নিজের ইন্সটাগ্রামে শেয়ার করলেন একটি ছবি। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, আইপ্যাডের স্ক্রিনে ভাইয়ের হাসিমুখ, সামনে সাজানো ভাইফোঁটার থালা। উপহার হিসেবে রয়েছে চকোলেট। আর ভিডিয়ো কলে দূর থেকে বসে ভাইফোঁটা সারলেন অভিনেত্রী ঋদ্ধিমা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি কোথায় থাকছি সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি তোর সঙ্গে সব সময় রয়েছি। ভালোবাসি ওম। শুভ ভাইফোঁটা।’ আসলে কর্মসূত্রে বিদেশেথাকেন অভিনেত্রীর ভাই অভিষেক ঘোষ।কাজের চাপে ভাইফোঁটার জন্য আসা সম্ভব হয়ে পড়েনি। তাই এভাবেই ভাইকে ফোঁটা দিলেন অভিনেত্রী। শুধু এবছর না কয়েকবছর ধরে ভাইকে অনলাইন ভাইফোঁটা দেন। অনুগামীরা এই ভাইফোঁটা দেখে অনুগামীরা প্রশংসা করলেন।