Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhabhi Ka Dance: ‘বাবু জি জারা ধীরে চলো’, ভাবীর হট বেলি ডান্স তোলপাড় করেছে, এমন ভিডিও সামনে এসেছে, দেখুন

Updated :  Tuesday, November 29, 2022 7:16 PM

সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনও কিছু ঝড়ের মতো ভাইরাল হয়ে যায়। আজকাল নেটিজেনরা নেট দুনিয়ায় বৌদিদের নাচের ভিডিও খুব পছন্দ করে থাকেন। ভাবীর হট নাচের চালগুলি ইন্টারনেটে মানুষকে পাগল করে তোলে৷ আবারও এক ভাবীর নাচের ভিডিও ইন্টারনেট দুনিয়ার তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে এবং একই সাথে, সেই ভিডিও হয়েছে ভাইরাল।

এই ভিডিওতে, আপনি বলিউডের পাওয়ার-প্যাকড আইটেম গানে একজন বৌদিকে নাচতে দেখতে পাচ্ছেন। তার হট বেলি ডান্স সোশ্যাল মিডিয়াকে শীর্ষে রেখেছে। ভিডিওতে ‘বাবু জি জারা’ গানটিতে ওই বৌদির নাচ ভক্তদের পাগল করে দিচ্ছে। লাল বেলি নাচের পোশাকে তাকে লাগছে অপূর্ব।

ইন্টারনেটে সব রেকর্ড ভাঙছেন ওই বৌদি। ভিডিওটি ইউটিউবে শেয়ার করেছেন শ্রীপ্রদা শ্রীবাস্তব। এই ভিডিওটি ইতিমধ্যেই ইন্টারনেট দুনিয়ার আকর্ষণ অর্জন করেছে। তার সাথেই এই নাচের মুভস দেখে সবাই চমকে গিয়েছেন। এই ভিডিওতে ইতিমধ্যেই ৩৭ হাজার ভিউ হয়ে গিয়েছে। তার সাথে সাথেই বৌদির ভক্তদের সংখ্যা বাড়ছে ব্যাপকভাবে।