Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘চাকা চাক’, দাদাগিরির মঞ্চে রিমঝিম-দেবলীনার জমজমাটি নাচ, প্রশংসা করলেন সৌরভ

Updated :  Tuesday, February 8, 2022 1:53 PM

জি বাংলার পর্দায় দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হচ্ছে দাদাগিরি আনলিমিটেড। ৮’টা সিজন পার করে ৯’এ পা দিয়েছে এই রিয়্যালিটি শো। দাদাগিরির প্রতিটি এপিসোডে নিজেদের দাদাগিরির গল্প বলতে আসেন অনেকেই। থাকে খুদে থেকে তারকাদের সমাগম। একেবারে শুরুর সময় থেকে দাদাগিরি এগিয়ে চলেছে সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায়। দাদাগিরির প্রতিটি এপিসোডে থাকে নতুন নতুন চমক। রবিবার দাদাগিরির মঞ্চে উপস্থিত ছিলেন পাঁচতারকা দিদি। রিমঝিম মিত্র, জয়তী চক্রবর্তী, রশ্নি ভট্টাচার্য, দেবলীনা কুমার, অমৃতা ভট্টাচার্য, চৈতি ঘোষাল। নাচ-গানে-গল্পে, আড্ডায়, আবৃত্তিতে জমজমাট ছিল এদিনের এপিসোড।

এদিনের এপিসোডের শুরুতেই বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি ‘আতরাঙ্গী রে’র হিট গান ‘চাকা চাক’এর সাথে নেচেছেন রিমঝিম মিত্র ও দেবলীনা কুমার। তাদের নাচ দিয়েই শুরু হয়েছে এদিনের এপিসোড। স্বয়ং দাদাও তাদের নাচের প্রশংসা করেছেন। নাচের পাশাপাশি বসেছিল গানের আসরও। তাদের নাচের পরেই জয়তী চক্রবর্তীর কণ্ঠে শোনা যায় ‘আমার হাত বান্ধিবি পা বান্ধিবি’। গায়িকার গান শুনে রীতিমত মুগ্ধ হয়েছেন সৌরভ গাঙ্গুলী নিজেও। সম্প্রতি জি বাংলার অফিশিয়াল পেজ থেকে এসেই দৃশ্যই শেয়ার করা হয়েছে নেটমাধ্যমের পাতায়, যা এই মুহূর্তে ভাইরাল। রইল সেই ভিডিও।

এই এপিসোডেই ফাঁস হয়েছে রশ্নির ঘুরে ঘুরে খাওয়ার বিষয়টা, এদিনই দাদা জায়েন্ট স্ক্রিনে দেখিয়েছেন দেবলীনার আগেকার ছবি আর তার বিয়ে করতে যাওয়ার কিছু দৃশ্য। দাদার অনুরোধেই অমৃতা শুনিয়েছেন একটি হিন্দি গান আর চৈতি ঘোষাল করেছেন আবৃত্তি, সব মিলিয়ে একেবারে জমজমাট ছিল এদিনের দাদাগিরির মঞ্চ। এপিসোড শেষে জিতে ট্রফি নিয়ে বাড়ি ফিরেছেন অমৃতা ভট্টাচার্য। আগেও তিনি দাদাগিরির মঞ্চে এসে জিতে গিয়েছেন।