Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিজেপি ক্ষমতায় এলে বাংলার ভূমিপুত্র হবেন মুখ্যমন্ত্রী, কার কথা বলতে চাইলেন অমিত শাহ? শুভেন্দু নাকি অন্য কেউ?

দুদিনের অমিত শাহের সফরের শেষ দিকে এবার ক্লাইম্যাক্স হতে চলেছে সাংবাদিক বৈঠক। সেই সাংবাদিক বৈঠকে অমিত শাহ সরাসরি বলে দিলেন, এবার বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছে বাংলার ভূমি পুত্র। তবে ভূমিপুত্র…

Avatar

দুদিনের অমিত শাহের সফরের শেষ দিকে এবার ক্লাইম্যাক্স হতে চলেছে সাংবাদিক বৈঠক। সেই সাংবাদিক বৈঠকে অমিত শাহ সরাসরি বলে দিলেন, এবার বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছে বাংলার ভূমি পুত্র। তবে ভূমিপুত্র বলতে তিনি কাকে বোঝাচ্ছেন সেই ব্যাপারে কিছু জানাননি। অনেকের মতামত তিনি ভূমিপুত্র বলতে তিনি শুভেন্দু অধিকারী কেই বুঝিয়েছেন। শুভেন্দু কে প্রথম থেকে গুরুত্ব দিচ্ছে দল এবং তাই জন্য অনেকের মতামত শুভেন্দু অধিকারী বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন।

সাংবাদিকদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন অমিত শাহ। অমিত বলেন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্প সর্বত্রই একেবারে তলানিতে রয়েছে পশ্চিমবঙ্গ। অমিত শাহ বলছেন,’ তৃণমূলে পরিবার তন্ত্র চলছে। বাংলায় মা-মাটি-মানুষের স্লোগান ব্যর্থ। এবার বাংলার জনতাকে সুশাসন দিতে আসছে ভারতীয় জনতা পার্টি।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তার দাবি, বাংলা জুটমিল গুলো কেন বন্ধ হয়েছে? এর পিছনে কে দায়ী? বাংলার আর্থিক দুর্নীতির জন্য কে দায়ী? অমিত শাহের যুক্তি,”রাজ্যে শিল্প তলানীতে গিয়েছে। ৫০,০০০ টাকার ঋণ মাথায় নিয়ে শিশু জন্মাচ্ছে। এই সমস্ত ঋণ কেন নেওয়া হয়েছে? আর উন্নয়ন কোথায়? তৃণমূল একটা তোলাবাজ দল। বিজেপি বাংলায় এবছর ২০০ এর বেশি সিট পেতে চলেছে।”

এদিন তিনি একটি তালিকা তুলে ধরেছেন যেখানে দেখা যাচ্ছে শিক্ষার নিরিখে বাংলা ২৮ নম্বরে রয়েছে ৩২ এর মধ্যে। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে এনে অমিত শাহ বললেন,”বাংলায় পরিবারবাদ চলছে। এই রাজ্যের রোজ হত্যা হচ্ছে। সব মিলিয়ে বাংলার রাজনৈতিক পরিস্থিতি একেবারে সংগীন”।

তৃণমূল বারবার প্রচার করছে বিজেপি বহিরাগত। বিজেপি বাইরে থেকে লোক আছে। সেই প্রসঙ্গ কিরে অমিত শাহ বললেন,” বাংলায় যদি বিজেপি এবছর সরকার গঠন করতে পারে তাহলে বাংলার ভূমি পুত্র হবেন মুখ্যমন্ত্রী।” বৈঠকে সিটিজেনশিপ আমেন্ডমেন্ট অ্যাক্ট নিয়েও তিনি কথা বলেন। তিনি বলেন, করোনা টিকাকরণ হয়ে গেলেই বাংলায় সিএএ চালু হয়ে যাবে। তখন এই সমস্ত কাজকর্ম শুরু হয়ে যাবে।

About Author