Categories: দেশনিউজ

BIG BREAKING: অর্থনীতিতে ফের নোবেল পেলেন এই বাঙালি! চিনে নিন তাঁকে

Advertisement

Advertisement

আবারও নোবেল প্রাপ্তি বাঙালীর। বিশ্বের দরবারে আরও একবার দেশের নাম উজ্জ্বল করলেন বাঙালি অর্থনীতিবিদ। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বাঙালি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করল নোবেল কমিটি। আজ, সোমবার দুপুরে অর্থনীতি বিভাগে এস্থার ডাফলো, মাইকেল ক্রোমারের সাথে ভারতীয় বংশোদ্ভূত এই অর্থনীতিবিদের নাম ঘোষণা করে তারা।

Advertisement

১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন আরেক বিশ্ববন্দিত বাঙালি অমর্ত্য সেন। এবার তাঁরই সুযোগ্য ছাত্র অভিজিৎ নোবেল জয় করে বাংলা তথা দেশের নাম আরও একবার বলে বিশ্বের দরবারে উজ্জ্বল করলেন। অভিজিতের সাথেই অর্থনীতিতে নোবেল পাওয়া এস্থার ডাফলো তাঁর স্ত্রী।

Advertisement

Recent Posts